এবার সুপ্রিম কোর্টের (Kerala Governor- Supreme Court) তোপের মুখে কেরলের রাজ্যপাল আরিফ খান। অভিযোগ, রাজ্য সরকারের সঙ্গে অসহযোগিতা করছেন আরিফ খান। বিধানসভায় পাশ হওয়া ৭টি বিল পাশ হওয়ার পরও আটকে রেখেছেন কেরলের রাজ্যপাল। কেন বিলগুলিকে আটকে রাখা হয়েছে সে বিষয়ে কিছুই জানানো হচ্ছে না রাজভবনের তরফে। এই ঘটনার ক্ষুব্ধ দেশের সুপ্রিমকোর্ট।
বুধবার শীর্ষ আদালতের তরফে কেরলের (Kerala Governor- Supreme Court) রাজ্যপালকে জানানো হয়েছে, এভাবে বিল আটকে রাখা যাবে না। কেন বিলগুলিকে আটকে রাখা হয়েছে? সম্মতি দেবেন কী দেবেন না, না দিলে কেন দেওয়া হচ্ছে না সেটা জানাতে হবে। দরকার পড়লে সুপ্রিম কোর্ট বিল নিয়ে পদক্ষেপ করার সময়সীমা বেঁধে দেবে। শীর্ষ আদালত কেরলের রাজ্যপালকে সাফ বলে দিচ্ছে, কোনও বিল নিয়ে আপত্তি থাকলে সেটা নিয়ে দরকারে মুখ্যমন্ত্রী বা সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আলোচনা করতে হবে। কিন্তু ফেলে রাখা যাবে না।
আরও পড়ুন- শাহের সুপার ফ্লপ শোয়ের ব্যর্থতা ঢাকতেই রাজ্যজুড়ে সিবিআই অভিযান
অবিজেপি রাজ্যগুলিতে রাজ্য ও রাজ্যপালের লাগাতার সংঘাতের ঘটনায় বিরক্তি প্রকাশ করা হয়েছে শীর্ষ আদালতের তরফে। লাগাতার এই ঘটনায় সুপ্রিম কোর্টের প্রশ্ন, দু’বছর ধরে রাজ্যপাল করছেন টা কী? এবার আমাদের ভাবতে হবে, কতদিনের মধ্যে রাজ্যপালরা বিল নিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবেন তেমন নির্দেশিকা তৈরি করে দেওয়া যায় কিনা। উল্লেখ্য, সরকারের সঙ্গে অসযোগিতার জেরে এর আগে সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েছে পাঞ্জাব ও তামিলনাড়ুর রাজ্যপাল। এদিকে লাগাতার এই ঘটনায় প্রশ্ন উঠছে, এবার কি তবে বাংলায় রাজ্য-রাজ্যপাল সংঘাত কমবে? কারণনেই রাজ্যেও বিধানসভাহ্য পাশ হওয়া একাধিক বিল আটকে রেখেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সুপ্রিম তোপের মুখে বাংলার রাজভবনের অবস্থান পরিবর্তন হয় কিনা সেটাই এখন দেখার।