প্রতিবেদন : সংস্কৃতকে রাষ্ট্রভাষা ঘোষণার দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার এক জনস্বার্থ মামলায় বিচারপতি এম আর শাহ ও বিচারপতি কৃষ্ণ মুরারীকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ সংস্কৃতকে রাষ্ট্রভাষা করার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলে। আবেদনকারী অবসরপ্রাপ্ত আমলা ডি জি ভানজারা এই ভাষায় কতটা দক্ষ তা বুঝতে বেঞ্চ তাঁকে সংস্কৃতে একটি লাইন আবৃত্তি করতে বা তাঁর রিট পিটিশনটি সংস্কৃততে অনুবাদ করতে বলে।
আরও পড়ুন-সত্যাগ্রহে জেলে ছিলেন! মোদির দাবিকেই খারিজ করে দিল খোদ প্রধানমন্ত্রীর সচিবালয়
ভানজারা রিট পিটিশনটি সংস্কৃততে অনুবাদ না করলেও একটি শ্লোক শোনান আদালতকে। বিচারপতিরা বলেন, এই শ্লোক তো সকলেই জানেন। এটার জন্য তো কারও সংস্কৃত শেখার প্রয়োজন হয়নি। আবেদনকারী সংস্কৃতকে রাষ্ট্রভাষা ঘোষণার মাধ্যমে এই ভাষার প্রসারের কথা বলেন। এ বিষয়ে বিচারপতি এম আর শাহ ও বিচারপতি কৃষ্ণ মুরারীর বেঞ্চ বলে, এটা রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের বিষয়। এজন্য সংবিধান সংশোধন দরকার। কোনও ভাষাকে জাতীয় ভাষা ঘোষণার ব্যাপারে আদালতের কিছু করণীয় নেই। এরপরই বেঞ্চ আবেদনকারীকে প্রশ্ন করে, আপনি বলুন তো দেশের ক’টি শহরে মানুষ সংস্কৃততে কথা বলেন?