প্রতিবেদন: নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য উন্মোচনে নতুন করে তদন্তের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সোমবার এক মামলার শুনানিতে বিচারপতি বলেন, সুপ্রিম কোর্টে সব রোগের ওষুধ নেই। এই মর্মে মামলাকারীকে তীব্র ভর্ৎসনাও করেন বিচারপতি।
আরও পড়ুন-দাবি আদায়ে মরিয়া কৃষকরা, গভীর অস্বস্তিতে মোদি সরকার, ৬ ডিসেম্বর ফের দিল্লি চলোর ডাক
পানি মোহন্ত নামে জনৈক ব্যক্তি সম্প্রতি সুপ্রিম কোর্টে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তিনি আবেদন করেন, আজ পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসুর নিরুদ্দেশ নিয়ে সুস্পষ্ট কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। ১৯৪৫ সালে বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়নি। বিমান দুর্ঘটনার পর তিনি কোথায় অন্তর্ধান হয়ে গেলেন, সেই রহস্যের উন্মোচন হয়নি আজও। রহস্যের উদঘাটন করতে নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হোক।