প্রতিবেদন : সুপ্রিম কোর্ট সোমবার মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নারওয়েকরকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং তাঁকে সমর্থনকারী বিধায়কদের বিরুদ্ধে ৩১ ডিসেম্বরের মধ্যে অযোগ্যতার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) সুপ্রিমো শারদ পাওয়ার নিজেদের দলের বিদ্রোহী বিধায়কদের অযোগ্য ঘোষণার আবেদন জানিয়েছিলেন সর্বোচ্চ আদালতে।
আরও পড়ুন-বঞ্চনায় গর্জে উঠল তৃণমূল
সুপ্রিম কোর্ট মহারাষ্ট্র বিধানসভার স্পিকারকে চূড়ান্ত সময় বেঁধে দিয়ে জানায়, ৩১ ডিসেম্বরের মধ্যে উদ্ধব ঠাকরের শিবসেনা দল এবং ৩১ জানুয়ারির মধ্যে শারদ পাওয়ারের এনসিপি-র আবেদনের উপর রায় জানাতে হবে। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই পিটিশনগুলির শুনানির বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, যদি এই পিটিশনগুলি স্পিকার শুনতে না পারেন তবে এটি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে আমাদের আবেদনকারীদের বক্তব্য শুনতে হতে পারে।