প্রতিবেদন: উত্পাদিত ফসলের নূন্যতম সহায়ক মূল্য সংক্রান্ত কেন্দ্রীয় আইন প্রণয়ন সহ একাধিক দাবির পরিপ্রেক্ষিতে পাঞ্জাবে লাগাতার অনশন করছেন কৃষক নেতা জগজিত্ সিং দাল্লেওয়াল৷ তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক৷ এই অবস্থায় বৃহষ্পতিবার সুপ্রিম কোর্টে প্রবল সমালোচনার মুখে পড়েছে মোদি সরকার৷
আরও পড়ুন-চাপের মুখে নতিস্বীকার ক্রীড়ামন্ত্রকের, অবশেষে খেলরত্ন পুরস্কার পাচ্ছেন মনু
তাঁরা কৃষক নেতার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত জানিয়ে বৃহষ্পতিবার শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়ার বেঞ্চের তরফে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি সলিসিটর জেনারেল তুষার মেহতার কাছে জানতে চাওয়া হয়, কেন মোদি সরকার কৃষকদের সঙ্গে কোনও প্রকার আলোচনা করছে না ? এই প্রসঙ্গে নিজেদের অসন্তোষ চেপে না রেখে বিচারপতি উজ্জ্বল ভুইয়া প্রশ্ন করেন, কেন আপনাদের সরকার কৃষকদের সঙ্গে আলোচনার জন্য কোনও বিবৃতি প্রকাশ করছে না? কেন বলা হচ্ছে না যে আপনারা কৃষকদের সব দাবি বিবেচনা করবেন? আপনারা শুধু মুখে বলছেন যে, আলোচনার জন্য আপনাদের দরজা খোলা আছে৷ এদিকে সময় চলে যাচ্ছে৷