প্রতিবেদন : হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের ভিত্তিতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা শেয়ারে কারচুপির অভিযোগ সংক্রান্ত জনস্বার্থ মামলায় সেবির (SEBI) তদন্তেই আস্থা রাখল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ গোটা বিষয়টি খতিয়ে দেখার ক্ষেত্রে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির (SEBI) ওপরেই আস্থা বজায়
রেখেছে। পাশাপাশি এই সংক্রান্ত মামলায় সিট তদন্তের নির্দেশ দেয়নি শীর্ষ আদালত। বুধবার সুপ্রিম কোর্ট বলেছে, সেবিকে তদন্ত দ্রুত শেষ করতে হবে।
গত বছরই শেয়ার কারচুপির বিরাট অভিযোগ ওঠে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। এই মামলায় সিট তদন্তের দাবি করে সুপ্রিম কোর্টে মামলা করেন আইনজীবী বিশাল তিওয়ারি, এম এল শর্মা এবং কংগ্রেস নেত্রী জয়া ঠাকুর ও অনামিকা জয়সওয়াল। অভিযোগের ভিত্তিতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত শুরু করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া। নভেম্বরে মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। বুধবার তার ঘোষণা হয়।
আরও পড়ুন- ইন্ডিয়া জোটের আহ্বায়ক হতে পারেন নীতীশ