রাজ্যের ন্যায্য বকেয়া দিচ্ছে না মোদি সরকার। রাজনীতিতে পেরে উঠছে না বলে বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করছে কেন্দ্র। সেই কারণে ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। জবকার্ড হোল্ডারদের বাংলার সমস্ত দফতরে বিকল্প কাজ দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আগামী মার্চ মাসের মধ্যে বিকল্প কাজ দিয়ে ২০ কোটি কর্মদিবস তৈরির টার্গেট নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (West Bengal Government)। তা নিশ্চিত করতে প্রতিটি দফতরকে চিঠি দিয়ে জবকার্ড হোল্ডারদের কাজের পরিমাণ বাড়াতে বলা হয়েছে।
আরও পড়ুন-বেড়াতে যাওয়ার জন্য চালককে গাড়ি না দেওয়ায় খুন বৃদ্ধ!
বিকল্প কাজ দিয়ে রাজ্য সরকার (West Bengal Government) এখনও প্রায় ২.১০ কোটি কর্মদিবস সৃষ্টি করেছে। আগামী ২ অক্টোবর ১০০ দিনের কাজ এবং আবাস প্রকল্পের টাকা আটকে রাখার প্রতিবাদে দিল্লিতে প্রতিবাদ সভা করবে তৃণমূল কংগ্রেস। তার আগে রাজ্য সরকারের বিকল্প কাজের টার্গেট ধার্য করে দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। আর এই আন্দোলনের পরেও যদি কেন্দ্রের বিজেপি সরকার টাকা না দেয়, তাহলে চব্বিশের লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকার নিজের তৈরি কর্মদিবস প্রচারের আলোয় নিয়ে আসবে।