সংবাদদাতা, আলিপুরদুয়ার : চায়ের কাপে আমের স্বাদ! আপনি হয়তো ভাবছেন এ কেমন কথা? চা আর আম দুটো দুই জিনিস, এক কী করে হয়? নিরন্তন পরীক্ষা-নিরীক্ষা করে পানীয়ের রাজা চা ও ফলের রাজা আম এই দুইকে এক পেয়ালায় উপস্থাপনা করেছে ডুয়ার্সের মাঝেরডাবরি চা-বাগান। এখন থেকে আমের স্বাদ এবং চায়ের মজা— দুটোই একসঙ্গে নিতে পারবে পর্যটকরা। পর্যটকদের কথা মাথায় রেখেই বুধবার আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা-বাগান কর্তৃপক্ষ নিজস্ব টি লাউঞ্জে ‘ম্যাংগো টি’ নামে নতুন এই চা বাজারে লঞ্চ করল। পূর্বে এই চা-বাগান কর্তৃপক্ষ ব্লু টি, হোয়াইট টি, রোজ টি, গ্রিন টি, মুনলাইট টি, বাজারে নিয়ে এসেছিল। এমনকী চা-বাগান কর্তৃপক্ষ চা-পাতার পকোড়া করেও সাড়া ফেলে দিয়েছিল চাপ্রেমীদের মধ্যে।
আরও পড়ুন-গাজোলের ডাকাতিকাণ্ডে গ্রেফতার আরও ২ দুষ্কৃতী
এরপর গরমের মরশুমে পর্যটকদের চা ও আমের যৌথ স্বাদ এক পেয়ালায় দিতেই এই চা-পাতা বাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় বাগান কর্তৃপক্ষ। এদিন এই খবর ছড়িয়ে পড়তেই বাগানের নিজস্ব ‘টি লাউঞ্জ’ স্টলে ভিড় জমায় পর্যটকরা। জানা গিয়েছে এই চায়ের মূল্য কেজি প্রতি ৫৫০০ হাজার টাকা। এছাড়াও জাতীয় সড়কের পাশে চা-বাগানের নিজস্ব টি লাউঞ্জের মনোরম পরিবেশে বসে চায়ের কাপে এই স্বাদ নিতে পারবে পর্যটকরা। এক কাপ চায়ের মূল্য ১০০ টাকা। পূর্বের বিভিন্ন প্রকার চায়ের মতো এই নতুন চা’ও বাজারে যথেষ্ট সাড়া ফেলবে বলে আশাবাদী বাগানের ম্যানেজার চিন্ময় ধর। বাগান ম্যানেজার চিন্ময় ধর বলেন, আগে এই চা-বাগান থেকে ব্লু টি, হোয়াইট টি, রোজ টি, গ্রিন টি করা হয়েছিল। সেগুলো যথেষ্টই সাড়া ফেলেছে বাজারে।