সংবাদদাতা, আলিপুরদুয়ার : পুজোর আগে চা-শ্রমিকদের মুখে হাসি ফুটল তৃণমূল কংগ্রেসের (TMC) সৌজন্যে। দীর্ঘ আন্দোলনের পর চা-শ্রমিকরা পেলেন ২০ শতাংশ বোনাস। শুক্রবার থেকেই তাঁদের বোনাস দেওয়া শুরু হয়ে গেল। চা-শ্রমিকদের এই বোনাসের দাবি নিয়ে আন্দোলনে নেমেছিল তৃণমূল (TMC) চা-শ্রমিক সংগঠন। তাদের দাবি ছিল, চা-শ্রমিকদের এবার পুজোয় দিতে হবে ২০ শতাংশ বোনাস। কিন্তু এই নিয়ে চা-বাগান মালিক সংগঠন ও শ্রমিক সংগঠনের মধ্যে হওয়া পরপর দুটি বৈঠক ভেস্তে যায়। কিন্তু শ্রমিক স্বার্থে তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়ন নিজেদের অবস্থান থেকে একটুও সরে আসেনি। শুক্রবার তারই ফল মিলল হাতে হাতে। পুজোর অনেক আগেই চা-শ্রমিকদের দাবি মেনে নিয়ে শুক্রবার আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের দলগাঁও চা-বাগান কর্তৃপক্ষ নজির গড়ল। এদিন কাজের শেষে বাগানের শ্রমিকের হাতে দৈনিক মজুরির উপর কুড়ি শতাংশ হারে বোনাস প্রদান করল বাগান কর্তৃপক্ষ। এই ঘটনায় এদিনই চা-শ্রমিক মহল্লায় উৎসবের ছোঁয়া লেগে যায়। সঙ্গে বাগানের সাব স্টাফ ও স্টাফদেরও একই হারে পুজো বোনাস দেওয়া হয়। স্থায়ী শ্রমিকদের পাশাপাশি শনিবার বাগানটির অস্থায়ী শ্রমিকদেরও ওই একই হারে বোনাস দেওয়া হবে বলে জানিয়েছে বাগান কর্তৃপক্ষ। যদিও আগামী ৫ অক্টোবর কলকাতায় বোনাস নিয়ে আরও একটি দ্বিপাক্ষিক বৈঠকে হওয়ার কথা আছে। বাগানের ম্যানেজার মৃগাঙ্ক ভট্টাচার্য বলেন, ‘‘আজকে খুব ভালভাবেই বোনাস দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। আগামিকাল অস্থায়ী কর্মীদের বোনাস দেওয়া হবে।’’ তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়নের চেয়ারম্যান নকুল সোনার বলেন, ‘‘খুবই ভাল লাগছে। আমরা বারেবারেই মালিকদের বোঝানোর চেষ্টা করেছি। অনেক চা-বাগান রয়েছে খুব সহজেই তারা ২০ শতাংশ বোনাস দিতে পারে। ৫ তারিখ কলকাতার বৈঠকে অবশ্যই দলগাঁওয়ের উদাহরণ উঠে আসবে।’’
আরও পড়ুন-গরিবের গায়ে হাত পড়লে গণতান্ত্রিকভাবে বুঝে নেবে তৃণমূল
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…