ম্যাঞ্চেস্টার, ৮ জুলাই : সিরিজের প্রথম দুই টি-২০ দাপটে জেতার পর তৃতীয় ম্যাচে পাঁচ রানে ইংল্যান্ডের কাছে হেরেছে হরমনপ্রীত কৌরের ভারত। পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ টি-২০ বুধবার ম্যাঞ্চেস্টারে। বুধবারই সিরিজ জয় নিশ্চিত করতে মরিয়া হরমনপ্রীতরা।
প্রথম ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি অধিনায়ক হরমনপ্রীত। পরের দুই ম্যাচে ব্যাটে বড় রান পাননি তিনি। ভারতীয় দলে কামব্যাকের পর শেষ ম্যাচে ২৫ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলে চেনা ছন্দে ফেরার বার্তা দিয়েছেন শেফালি ভার্মা। হরমনের ব্যাটে বড় রানের পাশাপাশি টপ অর্ডারে শেফালিও লম্বা ইনিংস খেলে দলকে নির্ভরতা দিন, সেটাই চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সিরিজে এখনও পর্যন্ত স্মৃতি মান্ধানা, জেমাইমা রডরিগেজ এবং আমনজ্যোত কৌর ব্যাটিংয়ে ভরসা দিয়েছেন। কিন্তু তাঁদের সাপোর্টের জন্য হরমনপ্রীত, শেফালির ব্যাটে বড় রান চাইছে থিঙ্ক ট্যাঙ্ক।