প্রতিবেদন : উত্তরবঙ্গে ডেঙ্গুর প্রকোপ রুখতে রাজ্য সরকার একই রকম ভাবে সক্রিয় বলে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিশেষত শিলিগুড়িতে ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা নিয়ে আজ বিধানসভায় সেখানকার বিজেপি বিধায়ক অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
আরও পড়ুন-সাফাই অভিযানে সব পুরসভাকে নির্দেশ, ডেঙ্গি রুখতে চাই গণ-আন্দোলন
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকারের সহায়তা চান। ডেঙ্গু-প্রবণ এলাকায় মেডিক্যাল টিম ও ওষুধ পাঠানোর তিনি দাবি জানিয়েছেন। জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের টিম পাঠানো হয়েছে। আবার পাঠানো হবে। পাশাপাশি তিনি জানান প্রতি তিন বছর অন্তর ডেঙ্গুর প্রভাব বাড়ে। বিগত দু’বছর করোনা অতিমারির মধ্যেই ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাওয়া হয়েছে।