প্রতিবেদন : পৌষ সংক্রান্তির পর ফের নিম্নমুখী হবে পারদ। অন্যান্য রাজ্যে জারি হয়েছে শৈত্যপ্রবাহের সর্তকতা। হাওয়া অফিস জানাচ্ছে, ১৫ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত রাজ্যে শীতের আরও একটি স্পেল চলবে। স্বাভাবিকের নিচে থাকা দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। শীতের দাপট বজায় থাকবে ২৩ জানুয়ারি পর্যন্ত।
তবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ধাপে ধাপে শীত বিদায় নেবে। ফের সক্রিয় উত্তুরে হাওয়ার জেট স্ট্রিম। উত্তর-পশ্চিম ভারতের শীতল হাওয়া অবাধে বাংলায় প্রবেশ করছে। এর জেরে আগামী কয়েকদিন তাপমাত্রা কম থাকবে। উত্তরবঙ্গের চার জেলায় আগামী দু’দিন ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। বৃহস্পতিবার নতুন করে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে। উত্তর হরিয়ানা এবং কোমরিন এলাকায় ঘূর্ণাবর্তের উপস্থিতি রয়েছে।
আরও পড়ুন-নন্দীগ্রামে অভিষেকের সেবাশ্রয়ের প্রচার, তৃণমূল কর্মীদের মারধর বিজেপির
দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও ঘন কুয়াশার সতর্কতা নেই। কিছু এলাকায় কুয়াশা বেলা পর্যন্ত থাকতে পারে, পরে আকাশ পরিষ্কার হবে। আগামী কাল ও পরশু সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি। আজ রাত থেকে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। পৌষ সংক্রান্তির পর থেকে শীতের দাপট বাড়বে।
উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা জারি রয়েছে। সকালের দিকে সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে, যেখানে দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারের কাছাকাছি।
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…