আগামী সপ্তাহ থেকে ফের চড়বে তাপমাত্রা

মঙ্গলবার থেকেই আবার ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। আগামী সপ্তাহের শুরুতেই দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

Must read

প্রতিবেদন : উত্তরকে বলে বলে গোল দিচ্ছে পশ্চিমের জেলাগুলো। জলপাইগুড়িতে যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৬ ডিগ্রি সেলসিয়াস, সেখানে পুরুলিয়ায় পারদ নেমেছে ৭.৯ ডিগ্রিতে। তাৎপর্যপূর্ণভাবে কালিম্পংকে পিছনে ফেলেছে এই লালমাটির জেলা। কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টা চলবে শৈত্যপ্রবাহ। উত্তরের জেলায় বেশি থাকবে কুয়াশার দাপট। সোমবার পর্যন্ত অপরিবর্তিত থাকবে আবহাওয়া।

আরও পড়ুন-রাজ্যের ক্ষুদ্রশিল্পে আশার আলাে টিফোজ পাখা, বাড়ছে কর্মংস্থান

মঙ্গলবার থেকেই আবার ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। আগামী সপ্তাহের শুরুতেই দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ায়। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রির নিচে পারদ। কলকাতায় আরও ৩ দিন ১৫ ডিগ্রির নিচে থাকবে তাপমাত্রা। দার্জিলিংয়ের তাপমাত্রা ১ ডিগ্রি। কালিম্পং ৫ ডিগ্রি। বৃষ্টির সম্ভাবনা নেই ১৮ ডিসেম্বর পর্যন্ত। শহর কলকাতাতেও জমিয়ে শীতের আমেজ। কলকাতাতে ১৪ ডিগ্রির ঘরে পারদ। রাত ও দিনের দুই তাপমাত্রাই স্বাভাবিকের বেশ কিছুটা নিচে। আপাতত ১৫ ডিগ্রির নিচেই।

Latest article