প্রতিবেদন : আজ শুক্রবার থেকে কলকাতার তাপমাত্রা (temperature- kolkata) ফের বাড়তে শুরু করবে। আকাশ আংশিক মেঘলা থাকলেও কমবে বৃষ্টির পরিমাণ। এদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত আর্দ্রতাজনিত অস্বস্তি (temperature- kolkata) দেখা যাবে। বৃষ্টির সঙ্গে দু’এক জায়গায় বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। আজ শুক্রবার মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনায় বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকলেও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি কমবে। পয়লা জুলাই শনিবার থেকে সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গ জুড়ে আজ থেকে দিনের বেলার তাপমাত্রা বাড়তে শুরু করবে। কিছুটা পরিষ্কার আকাশ দেখা যাবে। রোদ উঠতেই আগামী ২/৩ দিন তাপমাত্রা কিছুটা বাড়বে। প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণে বৃষ্টি কমলেও উত্তরে কিন্তু বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি-এই জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পয়লা জুলাই থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।
আরও পড়ুন- ব্যক্তিস্বার্থে ব্যবহার রাজভবনকে, সীমা ছাড়াচ্ছেন রাজ্যপাল