সংবাদদাতা, শিলিগুড়ি : প্রবল বৃষ্টিতে শেষমেশ ভেঙে পড়ল শিলিগুড়ির বালাসন নদীতে তৈরি অস্থায়ী হিউম পাইপের সেতু। রবিবার রাত থেকে পাহাড় ও সমতলের ব্যাপক বৃষ্টি হয়। এই বৃষ্টির কারণে বালাসন নদীতে আরও বেশি জল বেড়ে যায়। জল বেড়ে যাওয়ার কারণে জলের তোড়ে ভেঙে যায় পুরো অ্যাপ্রোচ রোড। পিচের চলটা উঠে হিউম পাইপ বেরিয়ে আসে। বর্তমানে বালাসন নদীতে জল এতটাই বেড়েছে যে হিউম পাইপের ওপর দিয়ে জল যাচ্ছে। অ্যাপ্রোচ রোডটি ভেঙে পড়ার কারণে গোটা শিলিগুড়ি জুড়ে আবার যানজটের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন-লাইনে ধস, বন্ধ হল টয়ট্রেন চলাচল
তবে পূর্ত দফতরের জাতীয় সড়ক বিভাগ ৯ এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শিশির কুমার দেব বলেন, চেষ্টা করছি বালাসন সেতুর ওপরে বেইলি ব্রিজ খুলে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বালাসন সেতু চালু করার। শিলিগুড়ির পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার বৃষ্টির মধ্যেই বেশ কয়েকটি ওয়ার্ডে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং ওয়ার্ডবাসীর পাশে দাঁড়ান। রাস্তা ভেঙে শহরে যানজট নিয়ন্ত্রণ করতে উদ্যোগী হয়েছে শিলিগুড়ি পুলিশ। আপাতত বালাসন সেতুর উপরে বেইলি ব্রিজের উপর দিয়ে ছোট যান চলাচল করছে। যাত্রীবাহী বাসগুলিকে ফুলবাড়ি হয়ে নৌকাঘাট হয়ে শহরের বাইরে বের করছে ট্রাফিক পুলিশ।