ভয়াবহ অগ্নিকাণ্ড গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের একটি বহুতলে

পাঁচতলা বিল্ডিং-এ বেশ কিছু অফিস রয়েছে তবে ভিতরে আপাতত কেউ নেই। সকাল ১০ টা নাগাদ কয়েকজন কর্মী সেখানে গিয়েছিলেন

Must read

আজ বৃহস্পতিবার (Thursday) সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড শহরের বহুতলে। সকাল ১০ টা নাগাদ আগুন লাগে গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের (Ganesh Chandra Avenue) একটি বহুতলে। ছিল সরকারি দফতরের অফিস । প্রথমে ধোঁয়া দেখে আতঙ্ক ছড়িয়ে পরে এলাকায়। আগুনের পরিমান ক্রমশ বাড়তে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৭ টি ইঞ্জিন।

আরও পড়ুন-দার্জিলিং-গ্যাংটকে রেকর্ড-ভাঙা গরম, কালিম্পংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি

পাঁচতলা বিল্ডিং-এ বেশ কিছু অফিস রয়েছে তবে ভিতরে আপাতত কেউ নেই। সকাল ১০ টা নাগাদ কয়েকজন কর্মী সেখানে গিয়েছিলেন। আগুন লাগতেই তাঁরা বেরিয়ে এসেছেন। কিভাবে আগুন লাগল, তা যদিও এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে দমকলকর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। পিএইই, পিডব্লুডি সহ একাধিক দফতরের অফিস রয়েছে ওই বিল্ডিং-এ। জানা গিয়েছে ভিতরে প্রচুর দাহ্য পদার্থ রয়েছে। এছাড়া আগুনের ফলে ভিতরে চাঙড় ভেঙে পড়ছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের কিছু সমস্যা হয়েছে।

আরও পড়ুন-বর্ষা আসার আগেই ঘূর্ণিঝড়? সাগরে নিম্নচাপ

প্রসঙ্গত কয়েকদিন আগেই রাজভবনের সামনে শরাফ হাউসে অগ্নিকাণ্ড ঘটে।

Latest article