একে ওঠার পরীক্ষা বাগানের

Must read

প্রতিবেদন : ফাইনালের আগে আরও এক ফাইনাল। আজ সোমবার লিগ পর্বে শেষ ম্যাচ অষ্টম আইএসএলের। পয়েন্ট টেবলে শীর্ষে থাকা জামশেদপুর এফসি-র মুখোমুখি তৃতীয় স্থানে থাকা এটিকে মোহনবাগান (Mohun Bagan)। এক নম্বর দল হয়ে লিগ শিল্ড জয়ের লড়াই দুই দলের। জামশেদপুরের বিরুদ্ধে শুধু জিতলেই হবে না, ২ গোলের ব্যবধানে জিততে হবে। কারণ, এটিকে মোহনবাগান (Mohun Bagan) প্রথম পর্বে ওয়েন কোয়েলের দলের বিরুদ্ধে ২-১ ব্যবধানে হেরেছিল। সবুজ-মেরুন শিবির আশাবাদী এক নম্বর দল হয়ে লিগ শিল্ড জেতার ব্যাপারে। তাহলেই সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার ছাড়পত্র পাবে দল। গোলে ফিরেছেন রয় কৃষ্ণ, লিস্টন-মনবীররা ফর্মে। আজও বাগানের ভরসা তাঁরাই। তবে জামশেদপুরের বিরুদ্ধে লড়াই যে খুব কঠিন, তা স্বীকার করে নিলেন রয় কৃষ্ণদের কোচ জুয়ান ফেরান্দো। ম্যাচের ২৪ ঘণ্টা আগে বাগানের স্প্যানিশ কোচ বলেন, ‘‘জামশেদপুরের দুই সেন্টার ব্যাক খুব ভাল খেলছে। পিটার হার্টলে আক্রমণেও আসছে। আর চিমা চুকু আসার পর ওদের আক্রমণভাগও ধারালো। চিমা খুব স্মার্ট ফুটবলার। তবে আমরা নিজেদের খেলাটা খেলতে চাই।’’ এই ম্যাচেও হুগো বোউমাসের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এদিকে ইস্টবেঙ্গল থেকে নামতেকে সই করাল মোহনবাগান।

Latest article