দাবি মেনে পরীক্ষা হবে অনলাইনেই

টিএমসিপির বক্তব্য ছিল পড়ুয়ারা দীর্ঘদিন ধরেই অনলাইনেই পড়াশুনা করেছে। তাই এই অবস্থায় যদি হঠাৎ করে অফলাইনে পরীক্ষা হয় তাহলে তাঁরা সমস্যায় পড়বেন।

Must read

প্রতিবেদন : পড়ুয়াদের দাবি মেনে স্নাতকস্তরের বিভিন্ন সেমেস্টারের পরীক্ষাগুলি এবার অনলাইনেই হবে বলে জানিয়ে দিয়েছেন কল্যাণী ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপির পক্ষ থেকেও এই দাবি তোলা হয়েছিল। সংগঠনের পক্ষ থেকে অনলাইন পরীক্ষার দাবি জানিয়ে স্কুল শিক্ষা দফতরেও চিঠি দেওয়া হয়েছিল। এর পাশাপাশি প্রতিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও চিঠি দিয়ে এই একই অনুরোধ জানানো হয়েছিল বলেই টিএমসিপির পক্ষ থেকে জানানো হয়।

আরও পড়ুন-তৃতীয় মহিলাকে নিয়ে সম্পর্কের টানাপোড়েন, পল্লবীকে খুনের অভিযোগ

টিএমসিপির বক্তব্য ছিল পড়ুয়ারা দীর্ঘদিন ধরেই অনলাইনেই পড়াশুনা করেছে। তাই এই অবস্থায় যদি হঠাৎ করে অফলাইনে পরীক্ষা হয় তাহলে তাঁরা সমস্যায় পড়বেন। সেই সঙ্গে সংক্রমণের কারণে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের হস্টেল বন্ধ ছিল। তাই জেলার পড়ুয়াদের পক্ষে এসে অফলাইনে পরীক্ষা দেওয়া কঠিন। তাই সবদিক বিবেচনা করে অনলাইনে পরীক্ষার অনুরোধ জানায় তারা। তাদের দাবি মেনে রবিবারই কল্যাণী ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় নোটিশ জারি করে জানিয়ে দিয়েছে স্নাতকস্তরের ২, ৪, ৬ সেমেস্টারের পরীক্ষাগুলি বিশেষ অবস্থার কারণে এবার অনলাইনেই হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে অফলাইন পরীক্ষা হবে। এই পরিস্থিতিতে উল্টোপথে হাঁটল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে স্নাতকস্তরের সব পরীক্ষাই অফলাইনে নেওয়া হবে।

Latest article