রাজ্যসভায় তৃতীয় বড় দল তৃণমূল, তারপরেও বঞ্চনা কেন ?

Must read

নয়াদিল্লি : রাজ্যসভায় সংসদীয় রীতি তুলে ধরে নিয়ম মেনে আলোচনার দাবি জানালেন তৃণমূলের (Trinamool Congress) রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। তাঁর যুক্তি, বিজেপি ও কংগ্রেসের পর রাজ্যসভায় তৃতীয় বৃহত্তম দল হল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ফলে, তৃণমূলকেও আলোচনার উদ্যোগ নিতে দেওয়া উচিত। তিনি উল্লেখ করেন, রাজ্যসভার কার্যবিবরণী বৈঠকে ছ’টি মন্ত্রক নিয়ে আলোচনার সিদ্ধান্ত হয়। তার মধ্যে চারটি চলতি অধিবেশনে এবং দুটি পরের অধিবেশনে আলোচনা হবে। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আলাদা হলেও সংসদীয় রীতিনীতি যেন মান্যতা পায়৷

Latest article