বিনোদন

দুই থ্রিলারের তৃতীয় সিজন

দিল্লি ক্রাইম সিজন ৩
২০১২ সালের ডিসেম্বর মাসে দিল্লিতে বাসে গণধর্ষণের একটি ঘটনা পুরো ভারতবাসীকে বাকরুদ্ধ করে দিয়েছিল। একটি মেয়েকে ছ’জন পুরুষ মিলে গণধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। মেয়েটি অনেকগুলো দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মারা যায়। ঘটনাটি পুরো দেশের মানুষের বিবেক, বোধ, বুদ্ধিকে নাড়িয়ে দেয়। দিল্লি পুলিশের কেস ফাইলে এর আগে কখনও এমন বীভৎস ও অমানবিক ঘটনা আগে আসেনি। সেই কুখ্যাত ‘নির্ভয়া’ কাণ্ড নিয়ে তৈরি হয়েছিল ওয়েব সিরিজ ‘দিল্লি ক্রাইম সিজন ১’। ২০১৯-এ সাতটি পর্বের সেই ক্রাইম থ্রিলার মুক্তির পরেই খুব সাড়া ফেলেছিল। এরপর সময়, চাহিদা ও দর্শকদের দাবি মেনেই ২০২২-এ আসে এই ওয়েব সিরিজেরই দু’নম্বর মরশুম। সেখানে এক ভয়ঙ্কর অপরাধমূলক তদন্তে নামেন ডিএসপি বর্তিকা চতুর্বেদী। এই সিজনটিও যথেষ্ট প্রশংসা পায় দর্শক এবং সমালোচক মহলে। এরপর সবাই তৃতীয় সিজন দেখার জন্য মুখিয়ে ছিল। প্রায় চারবছর পর গতকাল থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হল সেই বহু প্রতীক্ষিত ‘দিল্লি ক্রাইম সিজন ৩’ এর।

আরও পড়ুন-আগাম জামিন নিয়ে ঐতিহাসিক রায়

নির্ভীক ডিএসপি বর্তিকা আগে দু’বার দুটো কুখ্যাত কেসের কান্ডারি ছিলেন, এবারেও তাই। এই মরশুমেও কেন্দ্রীয় চরিত্রে ‘ম্যাডাম স্যার’ বর্তিকা করছেন কোন এক রহস্যের তদন্ত এবং উদঘাটন। কী সেই রহস্য? একটি পরিত্যক্ত শিশুকে পাওয়া নিয়ে শুরু হয় গল্প। স্থানীয় একটি ঘটনা, যার তদন্তের রেশ সারাদেশ জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করে। আগের দুটো সিজনের মতোই রূদ্ধশ্বাস, টানটান ঘটনার ঘনঘটায় পূর্ণ এই সিজনটিও। বর্তিকা চতুর্বেদী এবার অসমের শিলচরে কর্মরত। নারী বা মানব পাচারকারীদের বিরুদ্ধে এই পর্বে তিনি এবং তাঁর টিম নেমেছেন ময়দানে। সিরিজের কেন্দ্রবিন্দুতে একটি ছোট্ট মেয়ে। যার সংগ্রাম গল্পই মূল উপজীব্য। ছয় পর্বের এই মরশুমে শিশুকন্যা ও নাবালিকা পাচার, শিশু চুরি এবং যৌন দাসত্বের মতো ভয়ানক বিষয়গুলো সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরা হয়েছে। নারীদের ওপর অত্যাচার, শোষণের দলিল এই ওয়েব সিরিজ। সিরিজে নেগেটিভ রোলে হুমা কুরেশি এক কথায় অনবদ্য। পরিচালক তনুজ চোপড়ার দক্ষ পরিচালনা ও শক্তিশালী কাস্টিং-এর দৌলতে আবার ‘দিল্লি ক্রাইম’ সিজন ৩ সুপারহিট। মুখ্য চরিত্রে রয়েছেন শেফালি শাহ, হুমা কুরেশি, মিতা বশিষ্ঠ, রাজেশ তাইলাং, রসিকা দুগাল, অনুরাগ অরোরা, জয়া ভট্টাচার্য, সিদ্ধার্থ ভরদ্বাজ, গোপাল দত্ত প্রমুখ।

দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩
আবার একবার শ্রীকান্ত তিওয়ারি আসছেন দর্শকের দরবারে। তাঁর জনপ্রিয়তা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। সাদামাটা মধ্যবিত্ত মানুষ এতদিন অনেক কেরামতি দেখিয়ে ফেলেছেন। এবার আরও বড় ধরনের ঘোরালো, জটিল এবং বিপজ্জনক পরিস্থিতির চাপ মাথায় নিয়ে তিনি ফিরছেন। কী সেই চাপ দেখতে গেলে একটু অপেক্ষা করতে হবে। কারণ আগামী ২১ নভেম্বর আমাজন প্রাইমে মুক্তি পাচ্ছে ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় মরশুম। সপ্তাহান্তে এর চেয়ে ভাল বিনোদন আর কী হতে পারে! প্রথম দু’টি মরশুম সাড়া ফেলেছিল দর্শক এবং সমালোচক মহলে। তাই পরবর্তী সিজ়নের মুক্তি নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল স্বাভাবিক ভাবেই। অবশেষে প্রতীক্ষার অবসান হল। মনোজ বাজপেয়ী তো রয়েছেনই এই সিজনে সঙ্গে এবার থাকছেন আরও এক বলিষ্ঠ অভিনেতা।

আরও পড়ুন-দিনের কবিতা

‘পাতাল লোক’, ‘জানে জান’ ‘মহারাজ’ খ্যাত অভিনেতা জয়দীপ অহলাওয়াত। মাদকচক্রের এক নেতার চরিত্রে দেখা যাবে তাঁকে। ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের প্রথম মরশুম। রাজ নিদিমরু এবং কৃষ্ণা ডি কে পরিচালিত সিরিজটির মূল কাহিনি এক মধ্যবিত্ত ফ্যামিলি ম্যান শ্রীকান্ত তিওয়ারিকে নিয়ে। যিনি একজন দায়িত্ববান স্বামী এবং দুই সন্তানের পিতা। পেশায় ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)-র থ্রেট অ্যানালাইসিস অ্যান্ড সার্ভিল্যান্স সেল (টিএএসসি)-এর একজন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা। শ্রীকান্ত তাঁর চাকরি এবং পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলা মানুষ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে লড়েন আর সেই কারণেই এই পেশায় থাকার যে দুর্ভোগ বা বিপত্তি সেটাও তাঁর পরিবারকে ভুগতে হয় মাঝে মধ্যেই। কিন্তু তিনি লড়াই চালিয়ে যান। তবে এবার অবস্থা আরও সঙিন! নতুন সিজনের বড় চমক। এই পর্বে শ্রীকান্ত রাষ্ট্রের চোখে অপরাধী। গোটা দেশের কাছে তিনি ওয়ান্টেড ক্রিমিনাল। শ্রীকান্ত পলাতক। নিজের পরিবারকে সঙ্গে নিয়েই পালিয়ে বেড়াচ্ছেন। কে মূল প্রতিপক্ষ! কে এই ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড! আগের দুটো মরশুমের চেয়ে বেশি অ্যাকশন প্যাক তৃতীয় মরশুম। আরও বেশি বিপদে পড়তে চলেছেন শ্রীকান্ত তিওয়ারি।
‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের আগের মরশুমগুলোর মতোই এবারও থাকছেন প্রিয়মণি, অশ্লেষা ঠাকুর, শ্রেয়া ধন্বন্তরি, গুল পনাগ ও বেদান্ত সিনহা, নিমরত কৌর সহ আরও অনেকে।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

34 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

42 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago