মুম্বই, ১৮ এপ্রিল : ২০১২তে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার পর থেকে বেগুনি আর সোনালি জার্সিতেই দশ বছর কেটে গিয়েছে। এই দশ বছরে একবারও এমন হয়নি যে কেকেআর তাঁকে নিলামের আগে রিটেইন করেনি। সোমবার কেকেআরের হয়ে ১৫০তম ম্যাচ খেললেন সুনীল নারিন। তার আগে জানিয়ে দিলেন, নাইটদের হয়ে খেলেই আইপিএল কেরিয়ার শেষ করতে চান।
আরও পড়ুন-আইপিএলের দর্শক কমছে, উদ্বিগ্ন বিসিসিআই
এমনকী খেলা ছাড়ার পরও কেকেআরের সঙ্গে জুড়ে থাকতে চান ক্যারিবীয় রহস্য-স্পিনার। তিনি চান অবসরের পর বোলিং কোচ হয়ে নাইট শিবিরে থেকে যেতে। কেকেআরের অফিসিয়াল ওয়েবসাইটে নারিন বলেছেন, ‘‘এটা বেশ লম্বা জার্নি। ১৫০টা ম্যাচ হয়ে গেল, আর তারপরও আমি খেলছি। আমার ইচ্ছে কেকেআর জার্সিতেই খেলা শেষ করা। আশা করছি তারপর বোলিং কোচ হয়ে এই দলে যোগ দিতে পারব।” আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি উইকেট নেওয়া বোলারদের অন্যতম নারিন। ৬.৬৭ ইকোনমি রেট বজায় রেখে দেওয়া ৩৩ বছরের এই রহস্য-স্পিনার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ভাল বল করে কেকেআরের নজরে পড়েছিলেন। একবার কেকেআরে নাম লেখানোর পর পিছনে তাকাতে হয়নি। এই মরশুমে ৬টি ম্যাচে ৪টি উইকেট নিয়েছেন নারিন।
আরও পড়ুন-দিল্লিতে ধর্মঘট
কেকেআর ওয়েবসাইটে নারিন আরও বলেছেন, কেকেআরের হয়ে এতদিন ধরে বল করে তিনি অনেক কিছু শিখেছেন। এখন ঠিক বুঝতে পারেন কোন অ্যাকশনে ভাল হবে আর হবে না। ‘‘মোদ্দা কথা হল, আমি কেকেআরকে কিছু ফিরিয়ে দিতে চাই। আর আমার মনে হয় দরজা খোলাই আছে, যাতে আমি বেগুনি আর সোনালি জার্সিতে চালিয়ে যেতে পারি।” বলেছেন তিনি।