যে তিন ধারায় দোষ প্রমাণিত

Must read

বিএনএস ৬৪ : ধর্ষণ
বিএনএস ৬৬ : ধর্ষণের সময় এমন আঘাত যার জেরে মৃত্যু হতে পারে
বিএনএস ১০৩ (১) : খুন

বিচারক অনির্বাণ দাস যা বললেন
সিবিআইয়ের তথ্য প্রমাণে আপনি দোষী সাব্যস্ত
শাস্তি আপানাকে পেতেই হবে
সর্বোচ্চ শাস্তি ফাঁসি, সর্বনিম্ন ২৫ বছরের যাবজ্জীবন

এক নজরে মামলা
৯ অগাস্ট ধর্ষণ করে খুনের ঘটনা
১০ অগাস্ট কলকাতা পুলিশ গ্রেফতার করে সঞ্জয় রাইকে
১৩ অগাস্ট তদন্তভার নেয় সিবিআই
৭ অক্টোবর চার্জশিট জমা
১১ নভেম্বর শিয়ালদহ কোর্টে শুরু ইন ক্যামেরা সাক্ষ্যগ্রহণ
৫৩ জনের বয়ান রেকর্ড
৯ জানুয়ারি রায়ের দিন ঘোষণা
১৮ জানুয়ারি : দুপুর আড়াইটেয় ১২ মিনিটের শুনানির পর দোষী সাব্যস্ত সঞ্জয় রাই
৬০ দিনে শেষ বিচারপ্রক্রিয়া
২০ জানুয়ারি সাজা ঘোষণা করবেন শিয়ালদহ কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস
১৬২ দিনের মধ্যে ঘটনা, মামলা, বিচারপ্রক্রিয়া, দোষী সাব্যস্ত করার প্রক্রিয়া শেষ

বাঁচতে শেষ চেষ্টা সঞ্জয়ের
গলায় রুদ্রাক্ষের মালা দেখিয়ে বিচারককে বলে, দোষী হলে এই মালা অক্ষত থাকত না
আমি দোষী নয় বলে আত্মপক্ষ সমর্থনের চেষ্ট
দুপুর সওয়া ১টা নাগাদ সঞ্জয়কে শিয়ালদহ কোর্টে আনা হয়
৩টে নাগাদ আদালত থেকে জেলে নিয়ে যাওয়া হয়
সঞ্জয়ের আর্জির উত্তরে বিচারক বলেন, সিবিআইয়ের পেশ করা তথ্যপ্রমাণ আপনার বিরুদ্ধে গিয়েছে

আরও পড়ুন- কলকাতা পুলিশের তদন্তকে মান্যতা দিল সিবিআই

Latest article