শেষ ভোট, গণনার আগেই বাড়ছে জাতীয় সড়কের টোল ট্যাক্স

বিশেষজ্ঞরা যদিও মনে করছে টোল ফি বাড়লে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি হতে পারে যা সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তো বটেই

Must read

শনিবার অর্থাৎ ১লা জুন সপ্তম দফার মধ্য দিয়ে দেশজুড়ে শেষ হয়েছে ভোটগ্রহণ পর্ব। আর তার পরেই বাড়তে চলেছে জাতীয় সড়কের (National Highway) ওপর যাতায়াতের খরচ। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই) সোমবার থেকে জাতীয় সড়কের ওপর যানবাহনের চলাচলে টোল ট্যাক্স বাড়াতে চলেছে বলেই খবর। সোমবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে এই সিদ্ধান্ত কার্যকর হয়ে গিয়েছে। চলতি বছর ১ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু মার্চ মাসের তৃতীয় সপ্তাহে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয় তাই তখন এটি কার্যকর করা হয় নি। সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে দেশের সব জাতীয় সড়কের টোল বৃদ্ধি করা হচ্ছে।

আরও পড়ুন-স্বস্তির বার্তা রাজধানীতে

এই বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানান, যানবাহন পিছু পাঁচ শতাংশ করে টোল ট্যাক্স বাড়ানো হবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের বছরের মাঝামাঝি সময় থেকে আয় অনেকটাই বাড়বে। পাইকারি মূল্যের সূচকের নিরিখে প্রতি বছর টোল ট্যাক্স ফি সংশোধন করা হয়। সেই নিয়ম মেনে জাতীয় সড়কে যানবাহনের শুল্ক বৃদ্ধি করা হয়েছে। বিশেষজ্ঞরা যদিও মনে করছে টোল ফি বাড়লে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি হতে পারে যা সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তো বটেই।

Latest article