আজ থেকে শুরু ঐতিহ্যবাহী জয়দেব মেলা, প্রস্তুত প্রশাসন, এবার বড় আকর্ষণ সন্ধ্যারতি

নদীতে কোনও বিপত্তি ঠেকাতে দুটি বোট রাখা হয়েছে। পুণ্যার্থীদের জন্য পানীয় জলের ট্যাংক হয়েছে। সর্বদা তৈরি থাকছে ৫টি অ্যাম্বুলেন্স, ৫টি মেডিকেল টিম।

Must read

সংবাদদাতা, বীরভূম : ঐতিহ্যবাহী জয়দেব মেলায় এবার প্রথম শুরু হতে যাচ্ছে সন্ধ্যারতি। অজয় নদীর তীরে বাউল কীর্তনীয়াদের উপস্থিতিতে সন্ধ্যারতি দেখবেন কয়েক লক্ষ পুণ্যার্থী এমনটাই জানান রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। জয়দেব মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাউল, কীর্তনীয়া, ফকির, সাধুদের সমাবেশ হয়। মকরসংক্রান্তির সকালে কয়েক লক্ষ পুণ্যার্থী অজয় নদীর জলে স্নান সেরে সূর্যপ্রণাম সারবেন। এখনও ভক্তদের মধ্যে সন্ধ্যারতির বিষয়টি জানানো হয়নি। কারণ জয়দেব মেলায় আগত পর্যটক ও পুণ্যার্থীদের জন্য সন্ধ্যারতি বড় চমক হিসাবে তুলে ধরা হবে। ইলামবাজারের বিডিও অনির্বাণ মজুমদার জানান, এবার জয়দেব মেলায় ৬০৭টি স্টল সরকারিভাবে বন্টন করা হয়েছে।

আরও পড়ুন-স্বামীর সঙ্গে না থাকলেও ভরণপোষণের টাকা পাবেন স্ত্রী

এছাড়া আরও অস্থায়ী কিছু দোকান প্রত্যেকবারের মতো এবারেও থাকবে জয়দেব মেলায়। ১০০টি স্থায়ী বাউল আখড়া ও ২৫০টি কীর্তনীয়া ও বাউলদের অস্থায়ী আখড়া হচ্ছে এবার জয়দেব মেলায়। মেলায় আগত পর্যটকদের সুবিধার জন্য ২০০টি শৌচাগার করা হয়েছে। চলতি বছরের মেলা থেকেই পর্যটকদের জন্য নতুন স্থায়ী শৌচাগার উদ্বোধন করেছে বীরভূম জেলা পরিষদ এবং ইলামবাজার পঞ্চায়েত সমিতি। এদের যৌথ আর্থিক সহায়তায় এগুলি তৈরি হয়েছে। শৌচাগারগুলো যাতে ২৪ ঘন্টা পরিষ্কার রাখা যায় সেজন্য বেসরকারি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। যেহেতু জয়দেব মেলায় ৩ থেকে ৪ লক্ষ পুণ্যার্থী ও পর্যটক সমাগম হয় তাই নিরাপত্তার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় জানান, জয়দেব মেলায় নিরাপত্তা সুনিশ্চিত করতে ২ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে, ১৬টি ওয়াচ টাওয়ার, ২৩টি ড্রপগেট, ২০০টির মতো সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। নদীতে কোনও বিপত্তি ঠেকাতে দুটি বোট রাখা হয়েছে। পুণ্যার্থীদের জন্য পানীয় জলের ট্যাংক হয়েছে। সর্বদা তৈরি থাকছে ৫টি অ্যাম্বুলেন্স, ৫টি মেডিকেল টিম।

আরও পড়ুন-ডিভিসির জলে ভাসল চাষের জমি, বিপদে পোলবার চাষিরা

প্রসঙ্গত, বীরভূমে প্রথম সন্ধ্যারতি শুরু হয় জেলার অন্যতম সতীপীঠ কঙ্কালীতলায়। সেখানে সন্ধ্যারতি লেখার জন্য প্রতিদিন কয়েক হাজার ভক্ত সমাবেশ হয়। সোমবার ঐতিহ্যবাহী জয়দেব মেলার সূচনা করবেন রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। তিনি জানিয়েছেন, এই জয়দেবের মাটিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে তুলেছেন বাউল আকাদেমি। যেখানে রাজ্য সরকারের উদ্যোগে বাউলশিল্পীরা শিল্পচর্চা করতে পারবেন। এই মাটিতেই মুখ্যমন্ত্রী ১০০০ বাউলশিল্পীদের সঙ্গে অনুষ্ঠান করে ঘোষণা করেছিলেন বাউল বিতান গড়ে তোলার কথা। আমরা খুশি, মুখ্যমন্ত্রী একের পর এক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করে রাজ্যে বীরভূমকে অনন্য স্থান দিয়েছেন।

Latest article