শুরু হল ঐতিহ্যবাহী জয়দেব মেলা, প্রথম পুণ্যার্থীদের জন্য সন্ধ্যারতি

এই জয়দেব মেলায় পর্যটক ও পুণ্যার্থীদের জন্য সন্ধ্যারতি শুরু হতে চলেছে। জয়দেবে ১০০টির মতো ছোট-বড় মন্দির রয়েছে।

Must read

সংবাদদাতা, বীরভূম : শুরু হল ঐতিহ্যবাহী জয়দেব মেলা, সোমবার। সূচনা করলেন বীরভূমের জেলাশাসক বিধান রায়, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, জেলা পরিষদ সভাধিপতি কাজল শেখ প্রমুখ। অনুব্রত বলেন, জয়দেব মেলার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মিক যোগ রয়েছে। আগে মুখ্যমন্ত্রী নিজে মেলায় এসেছেন, আগত পুণ্যার্থীদের জন্য একাধিক উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি প্রত্যেকবার জয়দেব মেলায় আর্থিক সহায়তা করেন। মেলার পুণ্যভূমিতে বাউল শিল্পীদের জন্য অ্যাকাডেমি গড়ে তুলেছেন।

আরও পড়ুন-গ্রামেগঞ্জে উন্নত পরিষেবা পৌঁছতে নবান্ন থেকে নতুন অ্যাপে নজরদারি

কাজল বলেন, জয়দেব মেলায় পরিকাঠামোগত উন্নয়ন মুখ্যমন্ত্রী করেছেন। বাম সরকার জয়দেব মেলা নিয়ে উদাসীন ছিল। পুণ্যার্থীদের জন্য কোনও সুযোগ-সুবিধার ব্যবস্থা করেনি। এই জয়দেবে এক সময় পানীয় জলের হাহাকার ছিল, স্থায়ী শৌচাগার ছিল না। মুখ্যমন্ত্রী জয়দেবের মাটিতে দাঁড়িয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করেছিলেন। ধীরে ধীরে প্রত্যেকটি কাজ সমাপ্ত হয়েছে। বাউল আখড়াগুলোতে রাজ্য বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করে। এই জয়দেব মেলায় পর্যটক ও পুণ্যার্থীদের জন্য সন্ধ্যারতি শুরু হতে চলেছে। জয়দেবে ১০০টির মতো ছোট-বড় মন্দির রয়েছে। যেগুলো বাম আমলে ভগ্নাবশেষে পরিণত হয়েছিল। মুখ্যমন্ত্রী সেগুলো নতুন করে সাজিয়ে ভক্তদের উপহার দেওয়া হয়েছে যাতে সাধকেরা নির্বিঘ্নে সাধনা করতে পারেন। মঙ্গলবার মকর সংক্রান্তির সকালে পুণ্যার্থীরা অজয়ের জলে স্নান করে রাধামাধব মন্দিরে পুজো দেবেন। মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভক্ত ও পর্যটকদের সামনে গান গেয়ে অবাক করে দেন জেলাশাসক বিধান রায়।

Latest article