ঝড় (Strom) ও বৃষ্টি স্বস্তি এনে দিল শনিবার। তার জেরে বহু এলাকায় ট্রেন (Train) চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। বিশেষ করে শহরতলির ট্রেন থমকে যায়। হাওড়া ও দক্ষিণ শহরতলির বিভিন্ন লাইনে এই বিঘ্ন ঘটে। বেশি রাতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেল সূত্রের খবর, দক্ষিণ শহরতলির যাদবপুর-ঢাকুরিয়ার মধ্যে ট্রেন চলাচল বন্ধ ছিল ঝড়ের দাপটে। বর্ধমান কর্ড লাইনে সিগন্যাল ব্যবস্থা ভেঙে পড়ে। তার জেরে একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়ে। এছাড়া আরামবাগে রেল লাইনে প্যান্টোগ্রাফ ভেঙে পড়ে। ঘণ্টার পর ঘণ্টা বন্ধ থাকে ট্রেন (Train) চলাচল। শনিবার ছুটির দিন হলেও বহু যাত্রী আটকে পড়েন। অনেকেই ইদের কেনাকাটার জন্য শহরে এলেও সঙ্কটে পড়েন ট্রেন পরিষেবা বন্ধ থাকায়। শিয়ালদহ মেন লাইনে ঝড়ের (Strom) জেরে ট্রেন চলাচল ছিল বিপর্যস্ত।
আরও পড়ুন: কালবৈশাখীতে লণ্ডভণ্ড ধূপগুড়ি