উত্তরপাড়া স্টেশনে নন ইন্টারলকিংয়ের কাজের জেরে পাওয়ার ব্লক। আর তাতেই ব্যাহত ট্রেন-চলাচল (Train Service)। রবিবার সকাল দশটা থেকে হাওড়া-ব্যান্ডেল ডাউন লাইনে অনিয়মিত হয়ে পড়ে ট্রেন-চলাচল। বেলা পৌনে এগারোটা থেকে ডাউন লাইনে ট্রেন-চলাচলে বিঘ্ন ঘটে। কোন্নগর ১ নম্বর প্ল্যাটফর্মে আধঘণ্টা দাঁড়িয়ে থাকে ডাউন শেওড়াফুলি লোকাল। একাধিক স্টেশনেও ১০-১৫ মিনিট করে দাঁড়িয়ে ছিল ডাউন ট্রেন। ডাউন গ্যালপিং কাটোয়া লোকাল দাঁড়িয়ে পড়ে রিষড়া স্টেশনে। সাড়ে এগারোটায় কোন্নগর থেকে ছেড়ে যায়। এর জেরে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সময়ে গন্তব্যে পৌঁছতে না পেরে রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। নিত্যযাত্রীদের অভিযোগ, ট্রেনের গোলযোগের জন্য নিত্যদিন ভুগছেন তাঁরা। বারবার এই নিয়ে অভিযোগ জানালেও রেলের তরফে কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না। প্রতি রবিবারই নিয়ম করে লাইনে ও ওভারহেডে কাজ হচ্ছে। তার ফল ভুগতে হচ্ছে নিত্যযাত্রীদের। বিকেল চারটের পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়। হাওড়া-ব্যান্ডেল আপ লাইনে ট্রেন (Train Service) চলাচল অবশ্য স্বাভাবিক ছিল।
আরও পড়ুন-বিপর্যয় মোকাবিলা কর্মীরা বাঁচালেন সমুদ্রে নামা দুই পর্যটককে