প্রতিবেদন : সমস্ত গাড়ি মালিকেরা যাতে ফিটনেস সার্টিফিকেট নবিকরণ সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের দেওয়া বিশেষ কর ছাড়ের সুযোগ নিতে পারেন রাজ্য সরকার সে ব্যাপারে উদ্যোগী হয়েছে। এজন্য পরিবহণ দফতরের আঞ্চলিক দফতরগুলিতে প্রতি শনিবার গাড়ির স্বাস্থ্য পরীক্ষার বিশেষ শিবির আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন-এডেন উপসাগরে মার্কিন জাহাজে ড্রোন হামলা, পাশে ভারতীয় নৌসেনা
২৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শনিবার এ ধরনের শিবিরের আয়োজন করতে হবে বলে পরিবহণ দফতর আরটিওগুলিকে জারি করা এক নির্দেশিকায় জানিয়েছে। সেই নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্য সরকারের দেওয়া ছাড়ের সুযোগ নিতে আরটিও এবং এআরটিও দফতরগুলির সামনে বহু মানুষ ভিড় করছেন। কিন্তু সময়ের অভাবে তাঁরা সকলে এই ছাড়ের সুযোগ পাবেন না বলে আশঙ্কা তৈরি হয়েছে। তাই শনিবার দিনেও এই কাজ করতে হবে। যাতে সুযোগ নিতে চাওয়া প্রত্যেক গাড়ির মালিক এই প্রকল্পের সুযোগ নিতে পারেন। পরিবহণ দফতর গাড়ি মালিকদের বকেয়া রোড ট্যাক্স, পারমিট এবং সার্টিফিকেট অব ফিটনেস (সিএফ) পুনর্নবীকরণ করার ক্ষেত্রে ১ জানুয়ারি থেকে জরিমানা মকুবের প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে চলতি বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া থাকা কর মেটানোর ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন গাড়ির মালিকরা। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যেই বকেয়া মিটিয়ে দিলে জরিমানার ওপর ছাড় মিলবে। ১-৩০ জানুয়ারির মধ্যে বকেয়া সিএফ এবং পারমিট ফি মিটিয়ে দিলেও ১০০ শতাংশ জরিমানা মকুব করা হবে। আবার নতুন বছরের ৩১ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট দুই খাতের বকেয়া মেটালে গাড়ির মালিককে জরিমানার ৮০ শতাংশ মকুব করা হবে বলে জানানো হয়েছে।