এপ্রিলেই গঙ্গার তলা দিয়ে শুরু মেট্রোর ট্রায়াল রান

এপ্রিলেই শুরু হচ্ছে ট্রায়াল রান। ট্রায়াল রান সফল হলেই চলতি বছরের ডিসেম্বরে হাওড়া ময়দান থেকে এসপ্ল‌্যানেড গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো

Must read

প্রতিবেদন: অপেক্ষার শেষ। এপ্রিলেই শুরু হচ্ছে ট্রায়াল রান। ট্রায়াল রান সফল হলেই চলতি বছরের ডিসেম্বরে হাওড়া ময়দান থেকে এসপ্ল‌্যানেড গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জট ছাড়িয়ে গতি পায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ। অবশেষে এবার গঙ্গার তলা দিয়ে মেট্রো চড়ার আনন্দ উপভোগ করতে পারবেন কলকাতা ও হাওড়াবাসীরা। মেট্রো রেলের নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল-এর তরফে এই ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন-বিনিয়োগ ১৩০০ কোটি, কর্মসংস্থান বহু

এর পাশাপাশি বউবাজারের সমস্যাও মিটিয়ে ফেলা গিয়েছে বলেও দাবি মেট্রোর। প্রায় ৯ মাস পর বউবাজারের মাটির নিচের সাড়ে চার মিটার অংশে কংক্রিটের স্ল‌্যাব তৈরির কাজ শেষ হয়েছে। ওই অংশেই গত বছর ঘটেছিল বিপর্যয়। ফলে ডিসেম্বরেই এসপ্ল‌্যানেড থেকে হাওড়া ময়দানের মধ্যে যাত্রী পরিষেবা শুরু করতে পারবে মেট্রো। বউবাজারে স্ল‌্যাব তৈরির কাজ শেষ হলেও চলতি বছরেই সেই অংশে মেট্রো চালানো যাবে কি না তা নিশ্চিত নয়। তাই হাওড়া ময়দান থেকে মেট্রো কবে শিয়ালদহে আসবে তা এখনও অনিশ্চিত। তবে এপ্রিলেই গঙ্গার তলা দিয়ে মেট্রোর অস্থায়ী ট্র্যাকে শুরু হয়ে যাবে ট্রায়াল রান। ট্রায়ালের জন্য দুটি রেকও তৈরি। ইস্ট-ওয়েস্ট মেট্রো আপাতত সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত চলছে। এই প্রকল্পেই জুড়বে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান।

আরও পড়ুন-ঢাকার গুলিস্তানে বাস ডিপোর কাছে বিস্ফোরণ, শতাধিক আহত, বাড়ছে মৃতের সংখ্যা

শুধু্‌ বউবাজার অংশ জোড়ার কাজ বাকি রইল। এদিকে বউবাজারে ক্ষতিগ্রস্ত ২৩টি বাড়ি পুনর্নির্মাণের জন‌্য টেন্ডার ডাকা হয়েছে বলে জানিয়েছে কেএমআরসিএল। বউবাজারে দুর্গা পিতুরি লেন ও হিদারাম ব‌্যানার্জি লেনের নিচে ২০১৯ মেট্রোর কাজের জেরে একের পর এক বাড়িতে ফাটল দেখা যায়। বাসিন্দাদের অন‌্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। তাঁদের জন‌্যই বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছে মেট্রো। এছাড়া স্ল্যাব তৈরির সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনটি বাড়ির বাসিন্দাদের সরানো হয়েছিল, তাঁদেরও বাড়ি ফিরে আসতে বলা হয়েছে।

Latest article