কর্মনাশা বন্ধকে সমর্থন করে না তৃণমূল কংগ্রেস

Must read

সোমবার ১২ ঘণ্টা বাংলা বন্ধের ডাক দিল বঙ্গ বিজেপি। রাজ্যজুড়ে সোমবার অর্ধদিবস বন্ধ। রবিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে সে কথাই জানালেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। নির্বাচনে হার হবে বুঝতে পেরেই মানুষকে বিভ্রান্ত করতে এই বন্‌ধ এর ডাক বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে এই বন্‌ধ কোনও ভাবেই সমর্থন করে না তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। মমতা বন্দ্যোপাধ্যায় বন্‌ধ এর দৃঢ় বিরোধী।

বন্‌ধের বিরোধিতা করে নিজেদের রাজনৈতিক অবস্থান জানিয়ে দিলেন তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সহ-সভাপতি পার্থ চট্টোপাধ্যায়। রবিবার তৃণমূল ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “ঠান্ডা ঘরে বসে বিজেপি-র ডাকা বন্‌ধের আমরা বিরোধিতা করছি। আগামী কাল সব কিছু সচল থাকবে। সাধারণ মানুষকে সমস্যায় ফেলে, এমন কোনও কিছুকে সমর্থন করি না আমরা। মানুষকে বিপদে ফেলে অর্থনীতি ধ্বংস করার এই বন্‌ধের আমরা সম্পূর্ণ বিরোধিতা করি।” তিনি আরও বলেন, “যারা ভোটে কিছু করতে পারে না, তারাই এ ভাবে অশান্তি আর গোলমাল পাকাতে বন্‌ধ ডাকে। রাজ্য প্রশাসন সম্পূর্ণ ভাবে সচল থাকবে। গোলমাল করতে গেলে প্রশাসন কড়া হাতে তার মোকাবিলা করবে।”

Latest article