ক্রমশ বেড়েই চলেছে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম। ১৪ দিনে ১২ বার বাড়লো পেট্রোপণ্যের দাম। কেন্দ্রীয় সরকার ক্রমাগতই বাড়িয়ে চলেছে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম। মাথায় হাত জন সাধারণের। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। কেন্দ্রের সরকারকে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ধারাবাহিকতার সাথে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম সহ রান্নার গ্যাসের দাম, বাড়ছে ওষুধ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও। কেন্দ্রীয় সরকার উত্তরপ্রদেশের নির্বাচনের আগে পেট্রোল ডিজেলের দাম না বাড়িয়ে ভোটের পর ধারাবাহিকতার সাথে বাড়িয়ে চলেছে পেট্রোপণ্যের দাম। এর থেকে স্পষ্ট প্রমাণিত জনবিরোধী কেন্দ্রের বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে এই মূল্যবৃদ্ধি করে চলেছে। ‘নো ভোট টু বিজেপির’ ডাক দেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) মুখপাত্র।
বর্তমানে লিটার প্রতি পেট্রলের দাম ১১৩ টাকা ৪৫ পয়সা। লিটার প্রতি ডিজেল ৯৮ টাকা ২২ পয়সা। আজ কলকাতায় পেট্রলের দর প্রতি লিটারে বেড়েছে ৪২ পয়সা। লিটার প্রতি ডিজেলের দর বেড়েছে ৪০ পয়সা।