Luizinho Faleiro: লুইজিনহ ফালেরিওকে বাংলা থেকে রাজ্যসভায় মনোনয়ন তৃণমূল কংগ্রেসের

গোয়ার নির্বাচন, সেখানে দলের সাংগঠনিক বিস্তার ও রাজ্যসভার মনোনয়ন নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠকও হয়।

Must read

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি লুইজিনহো ফালেরিওকে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় মনোনয়ন দিল রাজ্যের শাসক দল। শনিবার বিকেলে ট্যুইট করে তৃণমূল কংগ্রেসের তরফে এই কথা জানানো হয়। দল জানিয়েছে, আগামী বছর গোয়া বিধানসভা নির্বাচনেও লড়বেন ফালেরিও।

আরও পড়ুন-Tripura Corporation Election: ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে ডিজিকে চিঠি সুদীপ রায় বর্মনের

সামনেই গোয়ায় নির্বাচন। তার আগে সেখানকার অত্যন্ত জনপ্রিয় এবং দীর্ঘ কয়েক দশকের বর্ষীয়ান রাজনীতিবিদ লুইজিনহো ফালেরিওকে রাজ্যসভায় মনোনয়ন দিয়ে গোয়া রাজনৈতিক দলগুলি এবং সর্বপরি গোয়ার সাধারণ মানুষের প্রতি বার্তা দিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। গোয়ায় গিয়ে তৃণমূল কংগ্রেসে সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, গোয়া চালাবে গোয়ার সাধারণ মানুষ। সেই পথেই একধাপ এগোল তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন-কৃষ্ণনগরে থিমে আগ্রহ

চলতি মাসের ২৯ তারিখ রাজ্যসভার নির্বাচন। শনিবার সকালেই সপারিষদ কলকাতায় এসেছেন ফালেরিও। গোয়ার নির্বাচন, সেখানে দলের সাংগঠনিক বিস্তার ও রাজ্যসভার মনোনয়ন নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠকও হয়। আগামী সপ্তাহেই মনোনয়ন পেশ করবেন ফালেরিও। সাংসদ সুস্মিতা দেবের মতো ফালেরিও জয়ও কার্যত সুনিশ্চিত। অর্পিতা ঘোষ রাজ্যসভার পদ থেকে ইস্তফা দেওয়া এই সিটটি খালি হয়।

Latest article