জননেত্রীর ঐতিহাসিক অনশন, সংসদে মনে করিয়ে দিল তৃণমূল

কৃষকদের স্বার্থরক্ষার জন্য জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০০৬ সালের ৪ ডিসেম্বর শুরু করেছিলেন ২৬ দিনের ঐতিহাসিক অনশন আন্দোলন।

Must read

প্রতিবেদন: কৃষকদের স্বার্থরক্ষার জন্য জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০০৬ সালের ৪ ডিসেম্বর শুরু করেছিলেন ২৬ দিনের ঐতিহাসিক অনশন আন্দোলন। এই দিনটিকে বুধবার সংসদে শ্রদ্ধার সঙ্গে মনে করিয়ে দিলেন তৃণমূল সাংসদ মৌসম বেনজির নুর। রাজ্যসভায় তীব্র ভাষায় আক্রমণ করলেন মোদি সরকারকে। বললেন, মোদি সরকারের কৃষকদরদি মনোভাব আসলে লোকদেখানো, এই সরকার গত দশ বছরের কার্যকালে কৃষকদের জন্য কিছুই করেনি, বারবারই মিলেছে তার প্রমাণ৷ এখনও পর্যন্ত কৃষকদের উত্‍পাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি গ্যারান্টি আইন প্রণয়ণ করা হয়নি। কৃষি ঋণমকুব এবং কেন্দ্রীয় অনুদানের বিষয়টি বিশ বাঁও জলে৷ এই পরিস্থিতিতে বুধবার সংসদে বিজেপি সাংসদের কয়েকজন দিল্লি সীমানায় কৃষক বিক্ষোভের প্রসঙ্গ তুলে ধরেন৷

আরও পড়ুন-শীল বাংলোর পাশে আদিবাসী গ্রাম হতে চলেছে ফ্লাওয়ার ভিলেজ

এই আবহে রাজ্যসভায় জিরো আওয়ারে বক্তব্য রাখতে গিয়ে বুধবার তৃণমূল কংগ্রেসের সাংসদ মৌসম বেনজির নুর তুলে ধরেন বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক অনশনের কথা৷ ২০০৬ সালের ৪ ডিসেম্বর বাংলায় কৃষকদের উন্নয়নের স্বার্থে লাগাতার ২৬ দিন অনশন শুরু করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যসভায় জিরো আওয়ারে এই প্রসঙ্গ উত্থাপন করে মৌসম নুরের দাবি, আজকের দিনটি ঐতিহাসিক৷ এদিনই আমাদের দলের নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী কৃষকদের দাবি পূরণের স্বার্থে তাঁর ২৬ দিনের অনশন শুরু করেছিলেন৷

Latest article