শিলিগুড়ির দুই রাস্তা মোহনবাগান-ইস্টবেঙ্গল

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : কলকাতা ফুটবল তো বটেই, ভারতীয় ফুটবলের ইতিহাসেও দুই ঐতিহ্যশালী নাম মোহনবাগান, ইস্টবেঙ্গল (Mohun Bagan- East Bengal)। ময়দানের এই দুই বড় ক্লাবের ভারতীয় ফুটবল ইতিহাসে যা অবদান তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এবার ময়দানের এই দুই প্রধানকে অনন্য উপহার দিল শিলিগুড়ি পুরসভা। শিলিগুড়ির দুই বড় রাস্তার নাম হল ইস্টবেঙ্গল লেন ও মোহনবাগান লেন। শিলিগুড়ি পুরসভার মাসিক বোর্ড সভায় কিছুদিন আগে শহরের বেশ কিছু রাস্তার নাম পরিবর্তন করার বিষয়ে আলোচনা করেছিলেন মেয়র গৌতম দেব। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ইস্টবেঙ্গল ক্লাবের সাধারণ সম্পাদক শিলিগুড়ির বেশ কিছু রাস্তার নাম পরিবর্তন করার প্রস্তাব দিয়েছিলেন। তার পরেই পুর কর্পোরেশন সিদ্ধান্ত নিয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ১ নং গেটের সামনের রাস্তা বর্তমানে যা বিধান রোড নামে পরিচিত, এছাড়াও হরেন মুখার্জি রোড ও বিকাশ ঘোষ মেমোরিয়াল সুইমিংপুল সংলগ্ন রাস্তার নাম ইস্টবেঙ্গল (Mohun Bagan- East Bengal) লেন করার সিদ্ধান্ত নিয়েছে। একই ভাবে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সাধারণ সম্পাদক বাঘাযতীন পার্ক সংলগ্ন রাস্তাগুলোর নাম পরিবর্তন করে মোহনবাগান সরণি করার প্রস্তাব দিয়েছিলেন মেয়র গৌতম দেবকে। কিন্তু বাঘাযতীন পার্ক সংলগ্ন রাস্তাগুলির নাম পরিবর্তন করতে কিছু সমস্যা থাকার কারণে শহরের অন্য বেশ কিছু রাস্তার নাম পরিবর্তন করে মোহনবাগান লেন নাম দেওয়া হয়েছে। পুরসভা থেকেও সিদ্ধান্ত নিয়ে এয়ারভিউ মোড় থেকে মহানন্দা সেতু হয়ে সূর্য সেন পার্ক সংলগ্ন রাস্তার নাম মোহনবাগান লেন করা হয়েছে। ইসকন মন্দিরের মুখ্য জনসংযোগ আধিকারিকের প্রস্তাব গ্রহণ করে পায়েল মোড়ের নাম ইসকন মোড় করা হয়েছে। শিলিগুড়ি পুরসভার কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া জানিয়েছেন, প্রস্তাব অনুসারেই নাম পরিবর্তন করা হয়েছে।

আরও পড়ুন-কেন্দ্রীয় নীতির প্রতিবাদে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট

Latest article