আন্তর্জাতিক

তালিবানি শাসনের কদর্য চেহারা! ভরা স্টেডিয়ামকে সাক্ষী রেখে মৃত্যুদণ্ড

কাবুল: মুড়ি-মুড়কির মতো মৃত্যুদণ্ড কার্যকর করা তো আছেই, সেইসঙ্গে শাস্তির অভিঘাত তীব্র করতে রাজপথে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা আকছার ঘটছে বর্তমান তালিবান জমানায়। প্রকাশ্যে শাস্তির এমন প্রবণতা দেখে বাকি বিশ্ব শিউরে উঠলেও আফগানিস্তানের তালিবান শাসকদের সাফাই, প্রকাশ্যে শাস্তি দিলে ভয় জাঁকিয়ে বসবে, অপরাধ হবে কম। এমন ঘটনা সভ্যতা ও আন্তর্জাতিক নিয়মের বিরোধী কিনা তা নিয়ে মাথাব্যথাই নেই তালিবান শাসকদের।

আরও পড়ুন-বিজেপির ভোটমুখী রাজনীতি ফাঁস মালার প্রশ্নে

সর্বশেষ আফগানিস্তানে ফের এমন ঘটনা ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। ভরা স্টেডিয়ামে প্রায় ৮০ হাজার মানুষের উপস্থিতিতে অত্যাচার ও গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর হল এক আসামির। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের খোস্ত প্রদেশে। এক পরিবারের মহিলা, শিশু-সহ ১৩ জনকে খুনের অভিযোগ উঠেছিল ওই আসামির বিরুদ্ধে। আফগানিস্তানের সুপ্রিম কোর্ট জানায়, নিম্ন আদালত এবং আপিল আদালত— দুই জায়গা থেকেই তাঁর মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্ট সেই আদেশ বহাল রাখে। তারপর তালিবানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার অনুমোদন নিয়ে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারের এক নাবালক আত্মীয়কে দিয়েই মৃত্যুদণ্ড দেওয়া হয়। প্রায় ৮০ হাজার আফগান জনতার সামনে চলে নিধনপর্ব।
আফগানিস্তানে এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালিবান শাসনের আমলে প্রকাশ্যেই মৃত্যুদণ্ড দেওয়া হত। ফের ২০২১ সালে তালিবান আফগানিস্তানের ক্ষমতায় আসে। দ্বিতীয় দফাতেও প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ঘটনার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। এখনও পর্যন্ত ১১বার প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ঘটনা ঘটেছে। তার মধ্যে গত এপ্রিলে একই দিনে আফগানিস্তানের তিন প্রদেশে আলাদা স্টেডিয়ামে চারজনকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সাম্প্রতিক সময়ে এইসব ঘটনার জেরে ফের একবার আন্তর্জাতিক স্তরে উদ্বেগ ছড়িয়েছে। উদ্বিগ্ন রাষ্ট্রসংঘও।

আরও পড়ুন-তথ্য ও পরিসংখ্যান দিয়ে সংসদে বঞ্চনার খতিয়ান তুলে ধরল তৃণমূল

আফগানিস্তানে প্রকাশ্যে হত্যা ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘে নিযুক্ত বিশেষ দূত রিচার্ড বেনেট। মঙ্গলবারের ঘটনা প্রকাশ্যে আসার পর প্রকাশ্যে মৃত্যুদণ্ডের প্রথা বন্ধ করার দাবিতে ফের সওয়াল করেন তিনি। সমাজমাধ্যমে এক পোস্টে বেনেট লেখেন, প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া অমানবিক। শাস্তি দেওয়ার এই নিষ্ঠুর এবং অস্বাভাবিক প্রথা আন্তর্জাতিক আইন তথা সভ্যতার পরিপন্থী।

Jago Bangla

Recent Posts

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

13 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

49 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

57 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago