প্রতিবেদন : দেশের বিভিন্ন আদালত, এমনকী সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের পরে কোন কোন সরকারি বা বেসরকারি পদে নিয়োগ করা হয়েছে? কেন্দ্রীয় আইন মন্ত্রকের থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷
আরও পড়ুন-দিল্লিতে নিরাপত্তাহীনতা বিক্ষোভ তৃণমূল, আপের
এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো হোঁচট খেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। গোপন করতে চাইলেন তথ্য। শুক্রবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিখিত প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় আইন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেই ফেললেন, অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতিদের কবে কোথায় নিয়োগ করা হয়েছে তার কোনও হিসেব কেন্দ্রীয় সরকারের কাছে নেই৷ এই প্রসঙ্গেই কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, অবসরপ্রাপ্ত বিচারক, বিচারপতিদের নিজেদের প্রয়োজনে নিয়োগ করতে পারে কেন্দ্র কিংবা রাজ্য। বিকেন্দ্রীকরণ নীতি মেনেই এই নিয়োগ হয়ে থাকে। সেই কারণেই কেন্দ্রের কাছে এই বিষয়ে কোনও তথ্য নেই, স্বীকার করে নিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী৷