বিধায়কের তৎপরতায় উপাচার্য পেল বিশ্ববিদ্যালয়

দীর্ঘ কয়েকমাস অভিভাবকহীন থাকার পর, আবার আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজে যোগদান করলেন ড. মহেন্দ্রনাথ রায়

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : দীর্ঘ কয়েকমাস অভিভাবকহীন থাকার পর, আবার আলিপুরদুয়ার (Alipurduar) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজে যোগদান করলেন ড. মহেন্দ্রনাথ রায়। তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে এখানে দায়িত্বভার গ্রহণ করলেন। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বিধানসভায় আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যহীনতার কথা তুলেছিলেন।

আরও পড়ুন-পঠন-পাঠন, গবেষণায় সেরা হবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়

পরবর্তীতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রীর কাছেও দরবার করেছিলেন। যার ফলস্বরূপ আবার উপাচার্য হিসেবে ড. মহেন্দ্রনাথ রায়কে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়। তিনি কাজে যোগদান করায় খুশি সকলেই। এদিন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় উপাচার্যকে স্বাগত জানাতে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল। ছিলেন পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর।

Latest article