নিজেদের যুদ্ধবিমানকেই গুলি করে নামিয়ে দিল মার্কিন সেনা

যাকে বলে একেবারে সেমসাইড। নিজেদের যুদ্ধবিমানকেই গুলি করে নামাল আমেরিকা। এই আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে রবিবার ভোররাতে।

Must read

প্রতিবেদন: যাকে বলে একেবারে সেমসাইড। নিজেদের যুদ্ধবিমানকেই গুলি করে নামাল আমেরিকা। এই আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে রবিবার ভোররাতে। লোহিত সাগরের আকাশে উড়ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান এফ/এ-১৮ হর্নেট।

আরও পড়ুন-সাংসদ দেবের সঙ্গে অভিনয়ের সুযোগ আসানসোলের ছাত্রীর

তবে নিজের দেশের সেনার গুলি থেকে বরাতজোরে রক্ষা পেয়েছেন যুদ্ধবিমানের ২ পাইলট। স্বয়ংক্রিয় পদ্ধতিতে বের হয়ে জরুরি অবতরণে বাধ্য হন তাঁরা। একজনের সামান্য আঘাত লাগলেও অন্যজন অক্ষত রয়েছেন বলে জানিয়েছে সামরিক বাহিনী। কিন্তু হঠাৎ নিজেদের যুদ্ধবিমানকে গুলি করে নামালো কেন আমেরিকা? এই নিয়ে দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য এবং জল্পনা। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ভুল করে এই কাজ করে ফেলেছে তারা। রবিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, এটি ফ্রেন্ডলি ফায়ারের স্পষ্ট ঘটনা। তদন্ত করে দেখা হচ্ছে।

Latest article