শিক্ষাক্ষেত্রে ট্রাম্পের নীতিতে সায় দিল মার্কিন সুপ্রিম কোর্টও

এর ফলে আমেরিকায় কেন্দ্রীয় শিক্ষা দফতর তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে আর কোনও বাধা নেই ডোনাল্ড ট্রাম্পের সরকারের।

Must read

প্রতিবেদন : আমেরিকার শিক্ষাক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা কার্যকর হওয়ার পথে আপাতত আর বাধা থাকছে না। সরকারি সিদ্ধান্তে সায় মিলেছে মার্কিন সুপ্রিম কোর্টের।
এর ফলে আমেরিকায় কেন্দ্রীয় শিক্ষা দফতর তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে আর কোনও বাধা নেই ডোনাল্ড ট্রাম্পের সরকারের। সোমবার মার্কিন প্রশাসনের তরফে সুপ্রিম কোর্টে এই মামলার জরুরি শুনানি করা হয়। পাশাপাশি শিক্ষা দফতরের ১৪০০ কর্মীকে পুনর্বহালের যে রায় নিম্ন আদালত দিয়েছিল তাতেও স্থগিতাদেশ জারি করা হয়েছে।

আরও পড়ুন-‘শের’-এর উদ্যোগে বাঘ দিবস

দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প ঘোষণা করেছিলেন যে অঙ্গরাজ্যগুলির হাতে তিনি শিক্ষা ফিরিয়ে দিতে চান। মার্চ মাসে প্রায় অর্ধেক কর্মী ছাঁটাই-এর পরিকল্পনাও করা হয়। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট আইনের সীমার মধ্যে শিক্ষা বিভাগকে যতটা সম্ভব বন্ধ করা যায় সেই নির্দেশ কার্যকর করার কথা বলেছিলেন। এর বিরোধিতা করে আদালতে যায় বেশ কয়েকটি অঙ্গরাজ্য এবং শিক্ষক সংগঠন। তাদের অভিযোগ ছিল এইভাবে শিক্ষাবিভাগ বন্ধের সিদ্ধান্ত সাংবিধানিক ক্ষমতা লঙ্ঘনের সমান। পরে নিম্ন আদালত ছাঁটাই করা কর্মীদের পুনর্বহালের নির্দেশ দিলেও সেই রায় সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় মাত্র ১৩ শতাংশ তহবিল আসে কেন্দ্রীয় প্রশাসনের কাছ থেকে, বাকি অর্থ আসে অঙ্গরাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষ থেকে। ট্রাম্প ক্ষমতায় ফিরে এসে প্রশাসনকে সরকারি খরচ কমানোর নির্দেশ দেন। নিম্ন আদালত জানিয়েছিল কর্মী ছাঁটাই করলে কেন্দ্রীয় শিক্ষা দফতর আইনি দায়িত্ব পালন করতে পারবে না। কিন্তু মার্কিন সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল বিচারপতিরা এই যুক্তিকে গুরুত্ব দেননি। সোমবার শুনানিতে তিন উদারপন্থী বিচারপতি অবশ্য শীর্ষ আদালতের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

Latest article