প্রতিবেদন : বাংলা ভাষা ও বাংলাভাষীদের উপর ভয়ঙ্কর আক্রমণ নেমে এসেছে। বিজেপি রাজ্যে বাংলাভাষী মানেই বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থার কুৎসিত ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। এনআরসি-এসআইআরের নামে বাঙালির শিকড়ে যে সন্ত্রাসী হামলা চালাচ্ছে বিজেপি-আরএসএস, তার প্রতিবাদে বিরাট নাগরিক কনভেনশন হতে চলেছে সীমান্তবর্তী শহর বনগাঁয়। দুর্গাপুজোর পরই বনগাঁর তৃণমূল সাংগঠনিক জেলার আয়োজনে অনুষ্ঠিত হবে এই নাগরিক সভা। মঙ্গলবার সেই কনভেনশনের প্রস্তুতি উপলক্ষে এক বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ, অরূপ চক্রবর্তী, জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, জেলা আইএনটিটিইউসি’র সভাপতি নারায়ণ ঘোষ, পুরপ্রধান গোপাল শেঠ, মৃত্যুঞ্জয় পাল, সুমন ভট্টাচার্য, প্রদীপ্ত মুখোপাধ্যায়-সহ একাধিক নেতৃত্ব।
আরও পড়ুন-এসএসসি পরীক্ষার প্রস্তুতি, ভার্চুয়াল বৈঠকে মুখ্যসচিব
‘বাংলার মান, বাঙালির সম্মান’ স্লোগানকে সামনে রেখে এই বৈঠকে আসন্ন নাগরিক কনভেনশনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, বিজেপি রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বললেই বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অকথ্য অত্যাচার এবং বাংলাদেশি আখ্যা দিয়ে হেনস্থা করা হচ্ছে। বিজেপি সরকার বাংলাভাষী মানুষকে বাংলাদেশি বলে অপমান করছে। বাংলার সংস্কৃতি ও ভাষার উপর এই হামলা আমরা মেনে নেব না! তাই বনগাঁয় পুজোর পর একটা বিশাল নাগরিক কনভেনশন হতে চলেছে। সর্বস্তরের সাধারণ নাগরিক সেখানে যোগ দিতে পারবেন। বনগাঁয় এই কনভেনশন গুরুত্বপূর্ণ কারণ, বনগাঁ সীমান্তবর্তী এলাকা। বিজেপির অপপ্রচার-কুৎসায় এখানকার মানুষকে বেশি হেনস্থার শিকার হতে হয়।