প্রতিবেদন : সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল, এনআরএস-এর পর এবার এসএসকেএম হাসপাতালেও দালালচক্রের পর্দাফাঁস। পুলিশের জালে ধরা পড়ল তিন দালাল। গত শনিবার থেকেই কলকাতার প্রথম সারির হাসপাতাল, মেডিক্যাল কলেজগুলিতে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার আধিকারিকরা অভিযান চালাচ্ছেন। লালবাজার সূত্রে খবর, এসএসকেএম থেকে ধৃত ৩ জনই রোগীর পরিজনদের বেড পাইয়ে দেওয়ার টোপ দিত। সেক্ষেত্রে রোগীর আত্মীয়দের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করত তাঁরা।
আরও পড়ুন-বিদেশ সফর নিয়ে মিথ্যাচার আইনি নোটিশ সাংবাদিকদের
টাকা না থাকলে, কিছু জিনিস গচ্ছিত রেখে দেওয়ার প্রস্তাব দেওয়া হত। সোমবার এসএসকেএম হাসপাতালে অভিযান চালায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। সেই সময়ই ওই তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম অভিষেক মল্লিক (২৩), অভয় বাল্মীকি (২০) ও দেব মল্লিক (১৯)। ধৃতরা প্রত্যেকেই ভবানীপুর থানা এলাকার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের জেরা করে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত, তা জানার চেষ্টা করছে পুলিশ। পরে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কেউ আছে কিনা তার খোঁজ চলছে।