প্রতিবেদন : মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের জয় নিঃসন্দেহে প্রবল চাপে ফেলে দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একটা বড় অংশই এ-ব্যাপারে একমত। এর নেপথ্যে রয়েছে বেশ কিছু যুক্তি। প্রথম দফায় ট্রাম্প যেবার প্রেসিডেন্ট হন তখন তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদ্গার করেন ইউনুস। ট্রাম্পের উত্থান আমেরিকার পক্ষে ভাল হল না বলে তখন বিবৃতি দিয়েছিলেন ইউনুস। অতীতের সেই মন্তব্য যদি ট্রাম্পের স্মৃতিকে উসকে দেয়, তা হলে কিন্তু ভারী বিপদ ইউনুসের সামনে। তাৎপর্যপূর্ণ বিষয়, ইউনুস দায়িত্ব নেওয়ার পরেই বাংলাদেশে সাম্প্রতিক সংখ্যালঘু নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে খোলাখুলি গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন ট্রাম্প। বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের উপর হামলার ঘটনা বাড়ছে বলে তীব্র নিন্দা করেছেন। এর পাশাপাশি ভারতের সঙ্গে ট্রাম্পের সুসম্পর্কও নিশ্চিতভাবেই গভীর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে জামাত-নির্ভর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষে।
আরও পড়ুন-ব্যর্থ এমবাপে, হার রিয়ালের
এবারের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের জয় নিয়ে যথেষ্ট আশাবাদী ছিলেন ইউনুস ও তাঁর সতীর্থরা। কারণ হাসিনা সরকারের পতনের সময় থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের ডোমোক্র্যাট সরকারের সমর্থন পাচ্ছেন ইউনুস। বর্তমান প্রেসিডেন্ট বাইডেন অন্তর্বর্তী সরকারকে সমস্ত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বরাবরই মার্কিন মুলুকের ডেমোক্র্যাটদের সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখে চলেন ইউনুস। রিপাবলিকান পার্টির নেতাদের সঙ্গে সে অর্থে তাঁর যোগাযোগ নেই বলেই খবর। ফলে বাইডেন প্রশাসনের কাছ থেকে যে সমর্থন পাচ্ছিলেন ইউনুস, ট্রাম্প জমানায় তা থাকবে না বলেই আশঙ্কা বাড়ছে অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের। উল্টোদিকে ট্রাম্পের জয়ে আশার আলো দেখছেন বাংলাদেশের নির্যাতিত সংখ্যালঘুরা।