রাজশাহি-খুলনাতেও ভিসাকেন্দ্র বন্ধ হল

Must read

ঢাকা: ঢাকার পর এবার বাংলাদেশের রাজশাহি ও খুলনাতেও ভারতীয় ভিসাকেন্দ্র (Visa centres shut) বন্ধ রাখার সিদ্ধান্ত নিল নয়াদিল্লি। বৃহস্পতিবার দিনভর এই দুই জেলার ভারতীয় ভিসা কেন্দ্রে কোনও কাজ হয়নি। যাঁরা এই দিনের স্লট বুক করে রেখেছিলেন তাঁদের অন্য আরেকটি তারিখ দিয়ে দেওয়া হবে জানানো হয়। নিরাপত্তা সংক্রান্ত কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বাংলাদেশের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (Visa centres shut)।

আরও পড়ুন-দেশে অবৈধ সিএনজি কিটের তথ্য নেই

বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের একাংশের দল জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লার ভারতবিরোধী বক্তব্যের পরই কড়া পদক্ষেপের পথে হেঁটেছে নয়াদিল্লি। ভারতের উপর কোনও ধরনের হুমকি, যে বরদাস্ত করা হবে না তা স্পষ্ট ভাবেই বুঝিয়ে দেওয়া হয়েছে। ‘সেভেন সিস্টার্স’-কে ভারতের মানচিত্র থেকে আলাদা করার কথা বাংলাদেশের নেতার মুখে শোনা যেতেই বুধবার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় ভারতীয় বিদেশ মন্ত্রক। পাশাপাশি ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ করা হয়। বৃহস্পতিবার থেকে নির্ধারিত সময়েই ওই ভিসাকেন্দ্র চালু হওয়ার কথা ছিল। তার আগেই বাংলাদেশের অন্য দু’টি ভিসাকেন্দ্রও এদিন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

Latest article