Volvo Bus: রাতে চালু হল ভলভো বাস

পর্যটনের মরশুমে ভিড় সামাল দিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ৫টি অত্যাধুনিক ভলভো বাস পরিষেবা শুরু করেছে।

Must read

প্রতিবেদন : পর্যটনের মরশুমে ভিড় সামাল দিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ৫টি অত্যাধুনিক ভলভো বাস পরিষেবা শুরু করেছে। আসানসোল-কলকাতা, পুরুলিয়া- কলকাতা, ঝাড়গ্রাম-কলকাতা ও ফরাক্কা-কলকাতা এই ৪টি রুটে মোট ৫টি বাস চালানো হবে বলে এসবিএসটিসি জানিয়েছে।

আরও পড়ুন-ডিনের প্রতি আস্থা ছাত্রদের

বুধবার দুপুরে কসবার পরিবহণ ভবনে এই বাস পরিষেবার উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। উদ্বোধনের পর বুধবার রাত ৯টায় কলকাতার ধর্মতলা থেকে ফরাক্কার উদ্দেশে প্রথম বাস রওনা দিল। এই রুটেই দুটি অত্যাধুনিক ভলভো বাস চলবে। দু’একদিনের মধ্যেই অন্যান্য রুটে এই বাস চলাচল শুরু হবে বলে তিনি জানান। কলকাতা থেকে কৃষ্ণনগর, বহরমপুর হয়ে ফরাক্কা, কলকাতা থেকে কোলাঘাট, ডেবরা, লোধাশুলি হয়ে ঝাড়গ্রাম, কলকাতা থেকে আরামবাগ, কোতলপুর, বিষ্ণুপুর হয়ে পুরুলিয়া এবং কলকাতা থেকে বর্ধমান, দুর্গাপুর হয়ে আসানসোল রুটে ওইসব বাস চলবে।

আরও পড়ুন-ঘুম উৎসব-এ ঘুরেফেরা

ন্যূনতম ভাড়া ৫০ টাকা। দূরত্ব অনুযায়ী এই ভাড়া ঠিক করা হবে। নিগম সূত্রের খবর, এসপ্ল্যানেড থেকে পুরুলিয়াগামী বাস রাত ১০টায় ছেড়ে পরদিন ভোর ৫টা ৫ মিনিটে পুরুলিয়া পৌঁছবে। পুরুলিয়া থেকে রাত ১০টায় একটি ভলভো বাস ছেড়ে পর দিন সকালে এসপ্ল্যানেড পৌঁছবে। পুরুলিয়া থেকে এসপ্ল্যানেডের বাসের ভাড়া হবে ৫৯০ টাকা। এসপ্ল্যানেড থেকে ফরাক্কাগামী বাস রাত ৯টায় ছেড়ে পরদিন ভোর সাড়ে ৫টায় বাসটি গন্তব্যে পৌঁছবে। ফরাক্কা থেকে রাত ৯টায় বাস ছেড়ে পরদিন ভোর সাড়ে ৫টায় কলকাতা পৌঁছবে। ভাড়া হবে ৬৬০ টাকা।

আরও পড়ুন-ভোট শুরুর আগেই উত্তপ্ত আগরতলা

কলকাতা থেকে আসানসোলগামী বাস রাত ৮টায় এসপ্ল্যানেড থেকে ছেড়ে রাত সাড়ে ১২টায় গন্তব্যে পৌঁছবে। আসানসোল থেকে দুপুর দুটোয় বাস ছেড়ে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে কলকাতা পৌঁছবে। ঝাড়গ্রামগামী বাস বিকেল ৫টায় ছেড়ে রাত সাড়ে ৯টায় পৌঁছবে। ঝাড়গ্রাম থেকে কলকাতাগামী বাস সকাল ৭টায় ছেড়ে বেলা সওয়া ১১টায় পৌঁছবে।

Latest article