প্রতিবেদন : পুরভোটের প্রস্তুতিতে আরেক ধাপ এগোল রাজ্য নির্বাচন কমিশন। আগামী সপ্তাহেই প্রকাশিত হতে চলেছে কলকাতা ও হাওড়ার ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা। প্রথম পর্যায়ে এই দুই পুরসভাতে বকেয়া পুরভোট হতে চলেছে।
আরও পড়ুন-এবার লক্ষ্য ছোট লালবাড়ি
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, বিধানসভা ও লোকসভা ভোটের জন্য জাতীয় নির্বাচন কমিশন যে ভোটার তালিকা তৈরি করে তা হয় বুথভিত্তিক। কিন্তু পুরসভার ক্ষেত্রে ভোট ওয়ার্ডভিত্তিক। তাই ওয়ার্ড পিছু ভোটার সংখ্যার হিসাব থাকা জরুরি। আগামী ১৭ নভেম্বর কলকাতা ও হাওড়া পুরসভার জন্য সেই ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা প্রকাশিত হবে। পাশাপাশি এই সপ্তাহ থেকেই ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং (এফএলসি)-এর কাজ শুরু হয়েছে।
আরও পড়ুন-আগ্রাসী ব্যাটিংয়েই আস্থা অস্ট্রেলিয়ার
ভোটের প্রস্তুতি নিয়ে শনিবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। সেখানে ভোটের নিরাপত্তা, বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারের সহযোগিতা-সহ বিভিন্ন বিষয় আলোচনা হয়। স্থির হয়েছে, এবার পুরভোট পরিচালনার জন্য রাজ্য সরকারের বিভিন্ন দফতর থেকে ভোটকর্মী নেওয়া হবে। বিধানসভা ভোটের মতো ওয়েববেসড ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম তৈরির পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন-আগ্রাসী ব্যাটিংয়েই আস্থা অস্ট্রেলিয়ার
মিউনিসিপ্যাল রিটার্নিং অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল রিটার্নিং অফিসারদের তালিকা তৈরি করতে জেলাশাসকদের বলা হয়েছে। তবে জানা গিয়েছে, বালি বিচ্ছিন্ন হওয়ায় হাওড়ায় বুথের সংখ্যা এবার অনেকটাই কমে যাবে। আগে সেখানে বুথের সংখ্যা ছিল ১,২১৩টি। এদিকে, বালি পুরসভা হাওড়া থেকে আলাদা হয়ে যাওয়ায় সেখানে ওয়ার্ডের সংখ্যা কমে দাঁড়াচ্ছে ৫০।
তাই বুথের সংখ্যা কমে হাজারের কাছাকাছি থাকবে বলে মনে করা হচ্ছে। কলকাতার ১৪৪টি ওয়ার্ডে বুথের সংখ্যা হল ৪,৭০০। ভোটের বিজ্ঞপ্তি ঘোষণার আগে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনার পর সর্বদলীয় বৈঠক করবেন রাজ্য নির্বাচন কমিশনার।