প্রতিবেদন : আইএনটিটিইউসির উদ্যোগে মজুরি বৃদ্ধি হল শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে লোডিং-আনলোডিং-এ নিয়োজিত শ্রমিকদের (loading workers)। সোমবার শিলিগুড়ি শ্রম দফতর কার্যালয়ে ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে ১৭ শতাংশ মজুরি বৃদ্ধি হয়। ছিলেন দার্জিলিং জেলা আইএনটিটিইউসির সভাপতি নির্জল দে, ইউনিটের সম্পাদক প্রাকশ রাম ও সভাপতি অবদেশ সিং প্রমুখ। বৈঠকের পর আইএনটিটিইউসির দার্জলিং জেলা সমতলের সভাপতি নির্জল দে বলেন, বহুদিন ধরেই রেগুলেটেড মার্কেটে আলু, পেঁয়াজ লোডিং-আনলোডিংয়ের কাজে নিয়োজিত শ্রমিকদের (loading workers) মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছে সংগঠন। অবশেষে ত্রিপাক্ষিক বৈঠকের মধ্যে দিয়ে পূরণ হল।
আরও পড়ুন-নাগা সন্ন্যাসীদের মুখেও জয় বাংলা

