প্রতিবেদন : কনকনে ঠান্ডা ও ঝোড়ো হাওয়ায় ঘরবন্দি হয়ে পড়েছেন উত্তর ভারতের (North India) মানুষ। একটি পশ্চিমি ঝঞ্ঝার কারণে গত কয়েকদিন ধরেই জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে প্রবল তুষারপাত (Snowfall) হচ্ছে। মৌসম ভবন জানিয়েছে, চলতি মাসের ২৪ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে মাঝারি মাপের বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালটিস্তান, মুজাফফরাবাদ, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডে ২১ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত প্রবল তুষারপাত চলবে। ২৪ থেকে ২৬ জানুয়ারি আবহাওয়া খুব খারাপ থাকবে। এই সমস্ত এলাকায় তুষারপাতের (Snowfall) সঙ্গে বৃষ্টিপাতও হতে পারে।
আরও পড়ুন-ত্রিপুরায় সব আসনেই প্রার্থী, প্রচারে যাবেন নেত্রী-অভিষেক
মৌসম ভবন আরও জানিয়েছে, আগামী সাতদিন দিল্লির আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সঙ্গে ঘন কুয়াশা। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হতে পারে। বইবে ঝোড়ো হাওয়া। দিল্লিতে আগামী সাতদিন সর্বনিম্ন ১১ ও সর্বোচ্চ ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। ২৩ জানুয়ারির পর দিল্লির বায়ুর মান অনেকটাই ভাল হবে। মৌসম ভবন জানিয়েছে, রাজস্থান এবং পশ্চিম উত্তরপ্রদেশেও হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। শুক্রবার হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড ও জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় প্রবল তুষারপাত হয়েছে। যার জেরে বন্ধ হয়ে গিয়েছে বেশকিছু রাস্তা। জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক অতিরিক্ত তুষারপাতের কারণে বন্ধ হয়ে গিয়েছে। বিমান চলাচলেও সমস্যা দেখা দিয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও রাজস্থানের বেশ কিছু এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের থেকেও ৫ ডিগ্রি নিচে নেমে গিয়েছে। প্রবল ঠান্ডায় কাশ্মীরে একজন এবং উত্তরপ্রদেশে তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনের তরফে সাধারণ মানুষকে বন্ধ ঘরে আগুন না জ্বালানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…