আজ সন্ধ্যার পর থেকে হাওয়া বদল, কী বলছে আবহাওয়া দফতর

হাওয়া অফিস সূত্রে খবর, ৪ তারিখ থেকে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দু’দিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

Must read

রবিবার (Sunday) সকাল থেকেই গুমোট এক গরম রাজ্যজুড়েই। রোদের দাপট নেই তবে অস্বস্তি আছেই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যার পর থেকে হাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সূত্রে খবর, আজ থেকে বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি হতে পারে জেলায় জেলায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। রেমালের পর থেকেই বেড়েছে আর্দ্রতার পরিমাণ। তবে রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। বৃষ্টি হলেও কিছুটা হলেও স্বস্তি মিলবে। যদিও বৃষ্টি হলেও তাপমাত্রার তেমন হেরফের হওয়ার সম্ভাবনা নেই। হাওয়া অফিস সূত্রে খবর, ৪ তারিখ থেকে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দু’দিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন-বীভৎস রেল দুর্ঘটনা, কামরার ছাদে উঠল ইঞ্জিন

উত্তরের জেলায় আগামী ২৪ ঘণ্টায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩ তারিখ ও ৪ তারিখ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই।

Latest article