রাখি গরাই, মেদিনীপুর : মদের নেশা ছেড়ে তার পরিবর্তে এক গ্লাস দুধ খেলে শরীরের অনেক উপকার হবে। তামাকজাতীয় দ্রব্য বর্জন করলে ক্যান্সারের মতো মারণরোগ থেকে মিলবে মুক্তির রাস্তা। এই বার্তা তুলে ধরতেই পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ব্লকের নীলদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনোরঞ্জন পাত্র নারীশক্তিকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সুস্থ সমাজ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলতে চাইছেন।
আরও পড়ুন-ঝুঁকেগা নেহি, জনগণেশের প্রতিস্পর্ধী স্বরের অনুরণন
তাঁর আহ্বানে সাড়া দিয়ে নীলদা গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলারাও নিয়েছেন অভিনব উদ্যোগ। সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে বার্তা দিতে চাইছেন তাঁরা। আর এ জন্য রাস্তায় সারি দিয়ে দাঁড়িয়ে তাঁরা সকলে গরম দুধের গ্লাস এগিয়ে দিচ্ছেন গাড়িচালকদের। রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়া প্রতিটি গাড়ির চালক এবং তার পাশাপাশি সাধারণ মানুষের হাতেও তাঁরা তুলে দিচ্ছেন গ্লাস-ভরা গরম দুধ।
এভাবে বার্তা দিতে চাইন : মদ নয়, দুধ খান। দুধ খাওয়ার পর সকলের হাতে তুলে দিচ্ছেন মুখশুদ্ধি। এ ক্ষেত্রেও তাঁদের বার্তা : তামাক নয়, মুখশুদ্ধি খান। নিজে বাঁচুন পরিবারকে বাঁচান। এভাবে পথে নেমেছে গ্রামের নারীশক্তি। তাঁদের উৎসাহ অন্তহীন। এখন দেখার নারীশক্তির এই প্রচেষ্টা সমাজকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে। কতটা নেশামুক্ত হন এলাকার বাসিন্দারা।