মানাউস, ২১ নভেম্বর : রবিবার পেলের দেশে পৌঁছে গেল ভারতীয় মহিলা ফুটবল দল। শনিবার ব্রাজিলের বিমান ধরার আগে খোশমেজাজে দেখা গেল অদিতি চৌহান, সুইটি সিং, সঞ্জু যাদবদের। ফুটবলপ্রেমী বলিউড তারকা বরুণ ধাওয়ান মেয়েদের উৎসাহিত করেন। কমলাদেবী, সুইটিদের বলিউড অভিনেতার সঙ্গে নিজস্বী তুলতে দেখা যায়।
আরও পড়ুন-‘আমাদের মারলে মারুক, মানুষ বিচার করুন’ টুইটারে আর্জি কুণাল ঘোষের
মানাউসে চতুর্দেশীয় টুর্নামেন্টে খেলবে ভারত। ২৫ নভেম্বর ফিফা ক্রমতালিকায় ৭ নম্বর দল ব্রাজিলের বিরুদ্ধে প্রথম ম্যাচ। প্রতিযোগিতায় ভারতের বাকি দুই প্রতিপক্ষ চিলি (২৮ নভেম্বর) ও ভেনেজুয়েলা (১ ডিসেম্বর)। আজ পর্যন্ত কোনও সিনিয়র ভারতীয় ফুটবল দল ব্রাজিলের বিরুদ্ধে খেলার সুযোগ পায়নি। প্রদীপ বন্দ্যোপাধ্যায়, চুনি গোস্বামী, বাইচুং, বিজয়ন, সুনীলদের সৌভাগ্য হয়নি পেলের দেশের বিরুদ্ধে খেলার। ভারতীয় মেয়েদের সামনে এসেছে সেই সুযোগ।
আরও পড়ুন-বুধবার মন্ত্রিসভার বৈঠকেই মোদির ঘোষণায় সিলমোহর
স্বপ্নপূরণের সন্ধিক্ষণে দাঁড়িয়েও আত্মবিশ্বাস ঝরে পড়ছে আশালতা, সঞ্জুদের গলায়। একইসঙ্গে কিংবদন্তি মার্তার বিরুদ্ধে খেলার জন্য উত্তেজনা অনুভব করছেন মেয়েরা। ব্রাজিলের বিমান ধরার আগে অধিনায়ক আশালতা দেবী বলেন, “মার্তা আমাদের রোল মডেল। ওর বিরুদ্ধে খেলতে পারব ভেবে আমাদের শিবিরের সবাই খুব উত্তেজিত। শুধু মার্তা নয়, ব্রাজিলের অনেক ফুটবলারকেই আমরা অনুসরণ করি। ওদের খেলা দেখে অনেক কিছু শিখতে পারি। আমরা দারুণ খুশি ব্রাজিলীয়দের বিরুদ্ধে খেলার সুযোগ পাওয়ায়। এটা আমাদের সবার কাছে বিরাট অনুপ্রেরণা।” তবে মার্তাদের শ্রদ্ধা, সমীহ করেও ভারত অধিনায়ক বলে দিলেন, তাঁরা ব্রাজিলকে ভয় পাচ্ছেন না। আশালতা বললেন, “মাঠে গিয়ে আমরা সেরাটা দেব। বিপক্ষ যত শক্তিশালীই হোক, তাদের শ্রদ্ধা করব কিন্তু ভয় পাব না। মেয়েদের সেটাই বারবার বলছি।”